
ইস্টার্ন টাইমস , কলকাতা: আই এস এলেও মোহনবাগান ও ইস্টবেঙ্গল দল বদলের গল্প শুরু । প্রথমে শোনা যায় এটি কে -মোহন বাগান থেকে নিজেদের খারাপ পারফর্ম্যান্সের জন্য ফুটবলার নিতে চায় এস সি ইস্টবেঙ্গল ।এবার এফসি গোয়ার বিরুদ্ধে দর্শনীয় গোলের পর ভারতীয় ফুটবল জগতের নজরে এসে গিয়েছেন তরুণ নাইজেরীয় স্ট্রাইকার ব্রাইট এনোবাখারে।
আর সেই ব্রাইট কে নিতে চায় এটি কে-মোহনবাগান প্রস্তাব ও গিয়েছে ।
এই খবর প্রকাশ পেতে হতাশ হন লাল হলুদ সমর্থকরা কিন্তু শ্রী সিমেন্টসের এক কর্তা জানান, ব্রাইটের সঙ্গে আমাদের চুক্তি আছে এখনও ।ও আমাদেরই ।
আর তাছাড়া এনোবাখারের কাছে এখনও কোনও প্রস্তাব আসেনি কোনো ক্লাবের থেকে । আর ব্রাইটের সঙ্গে আমার কথা হয়েছে ও চুক্তি শেষ হলেও ও আমাদের হয়ে ই খেলবে ।’
ব্রাইটের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির দিকেও এগোবেন লাল হলুদ কর্তা রা ।
