
ইস্টার্ন টাইমস , কলকাতা: পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর বিকল্প খুঁজতে ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। শুভেন্দুর এক সময়ের প্রধান প্রতিপক্ষ লক্ষ্মণ শেঠ কি ঘাসফুল শিবিরের পথে পা বাড়াতে চলেছেন ?
বৃহস্পতিবার হলদিয়ার এক অনুষ্ঠানে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সংসদ কুণাল ঘোষের পাশে বসে সেই জল্পনাই উসকে দিলেন হলদিয়ার এক সময়ের মুকুটহীন ‘বেতাজ বাদশা’ লক্ষ্মণ শেঠ।
শুভেন্দু অধিকারী সম্পর্কে যখন উত্তাল বঙ্গ রাজনীতি, সেসময় তৃণমূল নেতার সঙ্গে লক্ষ্মণ শেঠের একই মঞ্চে উপস্থিতি নতুন করে ভাবিয়ে তুলল রাজনৈতিক মহলকে।
একসময়, বাম আমলে হলদিয়া, তমুলক অঞ্চল ছিল লক্ষ্মণের সাম্রাজ্য। মূলত তাঁর রাজনৈতিক আস্ফালনেই নন্দীগ্রাম ইস্যু হয়ে ওঠে। ২০০৯ সালের লোকসভা ভোটে, শুভেন্দু অধিকারীর কাছেই পরাজিত হয়ে সাম্রাজ্য হারান লক্ষ্মণ শেঠ। বহু কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ারে কার্যত নেমে আসে অন্ধকার।
রাজনৈতিক অস্তিত্ব ধরে রাখতে তৈরি করেন নিজে একটি রাজনৈতিক দল।যদিও সেখানে ও সহযোগীদের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তাঁকে বেরিয়ে আসতে হয়।
পরবর্তী সময়ে তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছ থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন। ২০১৮ সালে তিনি বিজেপির সঙ্গত্যাগ করেন। তারপর সেভাবে আর লক্ষ্মণ শেঠকে সক্রিয় রাজনীতিতে দেখতে পাওয়া যায়নি।
