ইস্টার্ন টাইমস , কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন । শোনা যাচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বিধানসভা ভোটে বি জে পির মুখ্যমন্ত্রীর মুখ হবেন । সৌরভ এই প্রশ্নের কোনো উত্তর দেন নি । তবে এই বিষয়ে বাংলার মহারাজকে নিয়ে বিরূপ মন্তব্য করে বসলেন দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় ।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এক সাক্ষাৎকারে জানান,’সৌরভ তো রাজনীতির লোক নয় । জীবনে কোনো দিনও মিছিলে হাটেনি । ও গরিব মানুষের কষ্ট কি বুঝবে !
গরিব মানুষকে কখনও সাহায্য করে নি। মাঠে গিয়ে বল পিটিয়েছে বড় লোকের খেলায় । বড় লোকের ছেলে বড় লোকের খেলা খেলেছে ।
ও রাজনীতিতে এলে কি উন্নতি হবে ! আগে সি পি এমের ঘনিষ্ট ছিল এখন তৃণমূলেরও ঘনিষ্ট , আবার শুনছি বি জে পি রও কাছের । ও বরঞ্চ ক্রিকেট নিয়ে থাকুক তাতেই মঙ্গল । ‘
সৌগত’র এই মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় সৌরভ প্রেমীরা নিন্দার ঝড় তুলে বলেছেন, সৌগত বাবুর কোনো অধিকার নেই এত সফল বাঙালির গর্ব কে নিয়ে কথা বলার ।
কেউ আবার বলছেন ক্রিকেট খেলাকে অপমান করেছেন, এই মুহূর্তে ক্ষমা চাইতে হবে সৌগতকে ।
কেউ আবার সৌগত রায়ের নারদ কেলেঙ্কারিতে টাকা নেওয়ার ভিডিও দেখিয়ে সাংসদকে নিয়ে হাসাহাসি করেছেন ।
রাজনৈতিক মহল মনে করছে সৌরভ এখনও রাজনীতিতে আসেননি, তাছাড়া তিনি মুখ্যমন্ত্রীর খুব কাছের ।
সেখানে বাঙালির আইকন কে নিয়ে এমন মন্তব্য বিধানসভা ভোটের আগে তৃণমূলকে অস্বস্তিতে ফেলল ।
