
ইস্টার্ন টাইমস, আগরতলা, ১৭ জানুয়ারী: দলীয় কর্মসূচিতে গিয়ে আক্রান্ত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীষুষ কান্তি বিশ্বাস। প্রতিবাদে সোমবার ১২ ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দিল কংগ্রেস। নিন্দার ঝড় রাজ্যজুড়ে। বিপ্লব দেব সরকারকে অসভ্য সরকার বলে আখ্যায়িত করলেন আক্রান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি।
আক্রমণের ঘটনার নিন্দা জানিয়েছেন সিপিআইএম, সিপিআই, সিপিআই এম- এলের মত বাম দলগুলি।
রবিবার কংগ্রেস দলের একটি দলীয় অংশ নিতে সিপাহীজলার বিশালগড়ে যাওয়ার পথে পুলিশের সামনেই তার গাড়ি ভাঙচুর, চালককে মারধর ও স্হানীয় এক কংগ্রেস নেতাকেও মারধর করা হয় বলে অভিযোগ।
আক্রান্ত কংগ্রেস সভাপতি আক্রান্ত হয়ে অচৈতন্য অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে কিছুক্ষণ ভর্তি থাকেন।
হাসপাতাল থেকে ছাড়া পেয়েই পীষুষ বাবু অভিযোগ করেন, পূর্ব পরিকল্পনা মাফিক প্রানঘাতী হামলা চালানো হয়েছে তার উপর। আকান্ত হওয়ার পরেও সোনামুড়ায় পূর্ব নির্ধারিত দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি।
আক্রমনের ঘটনার প্রতিবাদে সোমবার ১২ ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস ।
