
ইস্টার্ন টাইমস , কলকাতা : ২৪ ডিসেম্বর কাঁথিতে পদযাত্রা শুভেন্দু অধিকারীর। তার আগে ২৩ ডিসেম্বর কাঁথিতে সভা করবেন সৌগত রায়, ফিরহাদ হাকিম।তারই পাল্টা পরদিন পদযাত্রা শুভেন্দুর। হুগলির কোন্নগরে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যানার পড়েছে বিভিন্ন জায়গায়।
ব্যানারের নীচে লেখা, তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। মেদিনীপুরে অমিত শাহের সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। সে জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায় দলের বিরুদ্ধে ফোঁস করলেও এখনও তৃণমূলেই রয়েছেন।
কাজেই শুভেন্দু অধিকারীর পাশাপাশি তাঁর নামে ব্যানার পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনীতিতে। তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদবের অভিযোগ, এই ব্যানার দেওয়া বিজেপির কাজ।
যদিও বিজেপির তরফে সেই অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, এ সবই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। হুগলির কোন্নগরে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যানার পড়েছে বিভিন্ন জায়গায়।
ব্যানারের নীচে লেখা, তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। মেদিনীপুরে অমিত শাহের সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী।
সে জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায় দলের বিরুদ্ধে ফোঁস করলেও এখনও তৃণমূলেই রয়েছেন।
কাজেই শুভেন্দু অধিকারীর পাশাপাশি তাঁর নামে ব্যানার পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনীতিতে। তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদবের অভিযোগ, এই ব্যানার দেওয়া বিজেপির কাজ।
যদিও বিজেপির তরফে সেই অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, এ সবই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
- প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে লেখা খোলা চিঠিতে কৃষকদের যৌথ মঞ্চের আবেদন, মিথ্যা খবর না ছড়ানোর >>
বিজেপিতে যোগদানের পর আজ থেকেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় বহাল হল সিআরপিএফ।গতকাল পূর্ব মেদিনীপুরের কাঁথির শান্তিকুঞ্জে শুভেন্দু অধিকারীর বাড়ি পরিদর্শন করে যান সিআরপিএফ অফিসাররা। আজ সকালেই ৩টি গাড়িতে বাড়িতে চলে আসেন সিআরপিএফ জওয়ানরা।
তাঁদের সঙ্গে ছিল বুলেটপ্রুফ গাড়িও। পূর্ব ঘোষণামত তিনি জেড ক্যাটিগরির নিরাপত্তা পাচ্ছেন। তবে বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী তাঁর নিজের গাড়িতেই ওঠেন। তাঁর জন্য বরাদ্দ বুলেটপ্রুফ গাড়িতে ওঠেননি। এরপর নিজের গাড়িতেই তিনি কলকাতার উদ্দেশে রওনা দেন বলে খবর। বিধায়কপদ থেকে ইস্তফাপত্র নিয়ে সমস্যা দেখা দেওয়ায় আজ প্রাক্তন পরিবহণমন্ত্রীকে বিধানসভায় ডেকে পাঠিয়েছেন স্পিকার।
