
ইস্টার্ন টাইমস, নয়াদিল্লি : অবশেষে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর র্যালি বা প্যারেড নিয়ে কৃষকদের দাবি মেনে নিতে বাধ্য হল দিল্লি পুলিশ।গত সোমবার থেকে কৃষকদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে সেনা প্যারেড চলাকালীন রাজধানীতে কৃষকদের ট্রাক্টর মিছিলের ছাড়পত্র দিল পুলিশ প্রশাসন।
২৬ জানুয়ারি সেনাবাহিনীর সঙ্গে প্যারেডে অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ওই অনুষ্ঠান যাতে সুষ্ঠভাবে পালন করা যায়, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এতদিন কৃষকদের র্যালি করার ছাড়পত্র দিচ্ছিল না দিল্লি পুলিশ।
এ ব্যাপারে পুলিশ এবং কৃষকদের মধ্যে বৈঠকও হয়েছে। তাতে মেলেনি কোনও সমাধান–সূত্র। কৃষকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাঁরা রিং রোডেই শান্তিপূর্ণভাবে ট্রাক্টর মিছিল করবেন।
শনিবার দিল্লি পুলিশের তরফে জানানো হয়, র্যালির ছাড়পত্র দেওয়া হয়েছে।
আন্দোলনরত কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চের অন্যতম নেতা যোগেন্দ্র যাদব জানিয়েছেন, ‘পুলিশ কতৃপক্ষ আমাদের দিল্লি প্রবেশের অনুমতি দিয়েছে।
২৬ জানুয়ারি ‘কিষান গণতন্ত্র প্যারেড’ হবে জাতীয় রাজধানী দিল্লিতে।আলোচনায় পুলিশের সঙ্গে আমাদের প্যারেডের রুট নিয়ে একটা বোঝাপড়া হয়েছে।
রবিবার এব্যাপারে আমরা বিস্তারিত জানাবো’। কৃষক নেতারা জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবসে কৃষকদের মিছিলে অংশ নেবেন হরিয়ানা, পঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশের হাজার হাজার কৃষক।
