
ইস্টার্ন টাইমস , কলকাতা: তিন আইপিএস বদলির ঘটনায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার৷ কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবারই ওই তিন আইপিএস অফিসারকে নতুন পোস্টিং দিয়েছে।কিন্তু তাঁদের না ছাড়ার সিদ্ধান্তে অনড় রাজ্য৷
প্রসঙ্গত, বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পরেই রাজ্যের তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে নিতে চায় কেন্দ্র৷ তাঁরা হলেন ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে, প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ কুমার এবং দক্ষিণবঙ্গের আইজি রাজীব মিশ্র৷ যদিও এই অফিসারদের ছাড়তে রাজি নয় রাজ্য৷
এই নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন৷ রাজ্যের আপত্তি অগ্রাহ্য করে বৃহস্পতিবার তিন অফিসারকে বদলির চিঠি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷
সেই চিঠি অনুযায়ী, দক্ষিণবঙ্গের আইজি রাজীব মিশ্রকে ইন্টো-টিবেটান বর্ডার পুলিশে পাঠানো হয়েছে পাঁচ বছরের জন্য৷
প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ কুমারকে এসএসবি-তে পাঁচ বছরের জন্য এবং ডায়মন্ড হারবার পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে তিন বছরের জন্য পুলিশ রিসার্চ ব্যুরোতে পাঠানো হয়েছে৷ অবিলম্বে ওই অফিসারদের ছেড়ে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়৷
কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি অভিযোগ তোলেন, রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করছে কেন্দ্র৷ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত হানারও অভিযোগ তোলেন মমতা৷ এবার কেন্দ্রের সঙ্গে সংঘাত বাড়িয়ে আইপিএস অফিসারদের নিয়ে শীর্ষ আদালতে রাজ্য৷
