ইস্টার্ন টাইমস , কলকাতা: করোনা সংক্রমণ ঠেকাতে ও বায়ুদূষণের কথা মাথায় রেখে এবছর রাজ্যে বাজি সম্পূর্ণ নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি কালীপুজো নিয়েও একাধিক নির্দেশিকা জারি করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার, বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, ‘এবছরের জন্য সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করা হল। রাজ্যের সর্বত্র বাজি নিষিদ্ধ। কালীপুজো, দিওয়ালি, ছটপুজোয় ফাটানো যাবে না বাজি। এমনকি বিক্রিও নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট।’ এই নির্দেশ পালন করতে হবে পুলিশকে দায়িত্বের সঙ্গে।
কালীপুজোর পাশাপাশি মরশুমের বাকি পুজোগুলির ক্ষেত্রেও নির্দেশিকা দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, ‘দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে করা যাবে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো।’
আদালতের নির্দেশ অনুয়ায়ী, ‘১৫০ স্কোয়ার মিটার বা তার কম আয়তনের প্যান্ডেলে ১০ জন। ১৫০ থেকে ৩০০ স্কোয়ার মিটারের প্যান্ডেলে ১৫ জন। ৩০০ স্কোয়ার মিটারের বেশি প্যান্ডেলে ৪৫ জন। প্রবেশ করতে পারবেন। প্যান্ডেল থেকে ৫ মিটার এলাকা নো-এন্ট্রি জোন। ঢাকিদের প্রবেশাধিকার থাকবে। বিসর্জনে বাজনা এবং আলোকসজ্জা করা যাবে না। বিসর্জনে ঘাটে বেশি লোক নয়।’
কালীপুজোর পাশাপাশি, ছট পুজো প্রসঙ্গে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ডিভিশন বেঞ্চের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী নিষিদ্ধ হোক ছটপুজো। একইসঙ্গে আদালত জানিয়েছে, ‘গঙ্গা বা অন্য জলাশয়ে ছটের দিন কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হবে ? তা আদালতকে জানাক রাজ্য।’
মামলার পরবর্তী শুনানি ১০ নভেম্বর।
