
অঞ্জন চট্টোপাধ্যায়,ইস্টার্ন টাইমস ,কলকাতা: রবিবার কলকাতা ময়দানে বড় লড়াই। আদতে বি ও এ নির্বাচনটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দাদা অজিত বন্দোপাধ্যায় ও ভাই স্বপন বন্দোপাধ্যায়ের । শোনা যাচ্ছে অ্যাডভান্টেজে ভাই স্বপন হলেও শেষ মুহূর্তে ঘর গোছাতে তৈরী দাদা অজিত । সি এ বি ‘র ভোট করে জেতা বিশ্বরূপ দে কে সচিব পদে প্রার্থী করেছেন অজিত ।
এমন অংকের মাঝামাঝি তার প্রতি বিক্ষুব্ধ কর্তাদেরও বোঝাচ্ছেন । এছাড়া তিনি ইস্টবেঙ্গল ও আইএফএ’ র সঙ্গে যুক্ত থাকার সুবিধা নিয়ে সেখান থেকেও ভোট টানার চেষ্টা করছেন ।
অন্যদিকে ভোটে খানিকটা এগিয়ে থাকা মুখ্যমন্ত্রী র আর এক ভাই স্বপন তার দাদার উদেশ্যে বলেন,’আমি মুখ্যমন্ত্রীর ভাই বলে মাঠ করি না, আমি চল্লিশ বছর ধরে মাঠ করি ।
সব এসোসিয়েশনকে এক ছাতার তলায় এনে সচিব হিসেবে কাজ করেছি। মনে হয়েছিল সভাপতি হলে আরও বেশি কাজ করতে পারব তাই ভোটে দাঁড়ানো ।’
এদিকে স্বপন গোষ্ঠীর থেকে সহ সভাপতি পদে দাঁড়ানো দীর্ঘ দিনের অভিজ্ঞ রামানুজ মুখোপাধ্যায় জানান,,’ বাবুনের(স্বপন বন্দোপাধ্যায়) অধীনেই তো গত চার বছর কাজ চলেছে ।
সাফল্য এসেছে। রাজ্য সরকার থেকে প্রত্যেক এসোসিয়েশনকে যে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে সেটা আমরা আনতে সমর্থ হয়েছি । জেলার খেলা উন্নতি করছে , এতো বড় করে রাজ্য ক্রীড়া হচ্ছে আর কি চাই ।কিন্তু কিছু লোক নির্বাচন আটকানোর চেষ্টা করছে , কোর্ট কেস অবধিও হল এটা বাঞ্চনীয় নয় ।’
স্বপন গোষ্ঠীর সচিব পদে দাঁড়ানো জহর দাস জানান,’আমরা একটা অফিস পেয়েছিলাম সুব্রত মুখোপাধ্যায় থাকাকালীন সেই অফিসটা ঢেলে সাজিয়ে সেখানে কাজ শুরু করবো আমরা ।’ আগামীকাল পিয়ারলেস হোটেলে নির্বাচন শেষ হবে বিকাল পাঁচটায় ।
