
the-rapist-will-face-the-bjp-leader-shouted
ইস্টার্ন টাইমস ,কলকাতা : বিজেপি ক্ষমতায় এলে ধর্ষকদের এনকাউন্টার করা হবে। এটা কোনো নির্বাচনী ইশতেহারের ঘোষণা নয়। তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় গান্ধীমূর্তির পাদদেশে একথা ঘোষণা করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। রবিবার ,পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের বিরুদ্ধে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ কর্মসূচিতে সায়ন্তন বলেন ,”‘ আগামী দিনে ধর্ষকদের বিরুদ্ধে প্রয়োজনে এনকাউন্টার হবে”।
বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী অগ্নিমিত্রা পাল করোনা আক্রান্ত হওয়ায় এদিন কর্মসূচির নেতৃত্ব দেন প্রাক্তন আইপিএস ও বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি বলেন ,” টেলিস্কোপ এর প্রয়োজন নেই খালি চোখেই বাংলার মহিলাদের নির্যাতনের চিত্র ধরা পড়ে।” রবিবার ধর্মতলার মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে মহিলা মোর্চার বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
তিনি বলেন, ‘বিজেপি সরকার এরাজ্যে ক্ষমতায় এলে আর এ ধরনের মৌন প্রতিবাদ দেখতে হবে না। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী শাসনকালে একের পর এক মহিলাকে প্রতিদিন অত্যাচারিত হতে হচ্ছে । উত্তরপ্রদেশের ঘটনায় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করে রাস্তায় নামছে।

The rapist will face the BJP leader shouted
কিন্তু সাম্প্রতিক যে সব জায়গায় ধর্ষণের কাণ্ড ঘটেছে বাংলায়, সেসব জায়গায় মুখ্যমন্ত্রী একবারও কি গিয়েছেন? আমরা ভেবেছিলাম উনি অন্তত একটি বারের জন্য সেখানে গিয়ে পরিবারের প্রতি সহানুভূতি জানাবেন। কিন্তু মুখ্যমন্ত্রী যাননি।এ থেকেই প্রমাণিত ধর্ষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা।’
এদিন গান্ধী মূর্তির পাদদেশে বেলা দেড়টার কিছু পরে মহিলা মোর্চার মৌন বিক্ষোভ করা হয়। এই মিছিল থেকে দাবি ওঠে নিজের রাজ্যে ধর্ষণ ও খুনের মতো ঘটনা ঘটলেও মুখ্যমন্ত্রীর হুশ নেই অথচ দূরের একটি রাজ্য উত্তরপ্রদেশে ঘটনায় মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন। এগুলো বন্ধ রেখে যেন নিজের রাজ্যে মহিলাদের সুরক্ষার প্রতি নজর দেন মুখ্যমন্ত্রী।
