
অঞ্জন চট্টোপাধ্যায়, ইস্টার্ন টাইমস ,কলকাতা: দিন আসে দিন যায় বাংলার ক্যারাটে যে তিমিরে সেই তিমিরেই রয়ে যায় । কর্তাদের অভ্যন্তরীণ কলহে বাংলার ক্যারাটে আজ বিপন্ন । তেমনই ছবি উঠে এল এদিন কলকাতা প্রেস ক্লাবে। অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের কর্তারা আনলেন একাধিক অভিযোগ।
বাংলার তরুণ ক্যারাটে খেলোয়াড়দের বাঁচাতে আসরে অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন। এদিন তারা প্রেমজিৎ সেনের বিরুদ্ধে আনলেন একাধিক অভিযোগ।
সংস্থার সচিব দেবাশিস মন্ডল জানান,” প্রেমজিৎ সেনের নেতৃত্বে রাজ্যে নতুন গজিয়ে ওঠা ক্যারাটে সংস্থা ইন্ডিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদিত নয় । গত মার্চ মাস থেকে অনৈতিক ভাবে এটা চালানো হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য।
যে ভাবে মেম্বার শিপ দেওয়া হয় সেটাও অবৈধ।আমরা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনের জন্য অপেক্ষা করছিলাম ।
খুব শীঘ্রই বিওএকে এই বিষয়ে চিঠি পাঠাচ্ছি। আশাকরি বিওএ বিবেচনা করে দেখবে।আর যদি না কিছু হয় আমরা কোর্টে যাবো দরকার হলে ক্রীড়া মন্ত্রীর কাছেও যাবো ।এভাবে চলতে পারে না। ”
উল্লেখ্য , প্রেমজিৎ সেনের হাত ধরে উঠে এসেছে বাংলার একাধিক ক্যারাটে খেলোয়াড়। এদিন যাঁরা সাংবাদিক বৈঠক করলেন আগে তারা প্রেমজিৎসেন-এর সঙ্গে ছিলেন। কিন্তু প্রেমজিৎ সেন মূল অ্যাসোসিয়েশন থেকে বেরিয়ে এসে আলাদা গোষ্ঠী করে ব্যবসা করছেন বলে এদিনের সাংবাদিক বৈঠকে অভিযোগ করা হয় ।
মূল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সুধীর বিশ্বাস সাংবাদিক সম্মেলনে জানান,”বিভিন্ন টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের কাছ থেকে টাকা নিয়ে থাকেন প্রেমজিৎ সেন।
স্টেট গেমসে কোনো টাকা লাগে না, সেখানে ও টাকা লাগছে। বিশেষ করে হাওড়া ও হুগলি জেলাতে বেশি করে চলছে এদের আধিপত্য। বাবা মা দের অনুরোধ করছি এদের থেকে সাবধান ।’ কয়েকদিনের মধ্যে আবার সাংবাদিক সম্মেলন ডেকে আরও তথ্য তারা দেবেন বলে জানান ।
