
ইস্টার্ন টাইমস ,কলকাতা : করোনা কে হারিয়ে ছন্দে ফেরার চেষ্টায় সকলে । ঘোষণা হল করোনা পরবর্তী নতুন এস ও পি । সেখানে সুখবর রয়েছে ক্রীড়া প্রেমী দের জন্য । নতুন সংশোধনীতে জানিয়ে দেওয়া হল , যে কোনও আউটডোর স্পোর্টসেই এবার থেকে মাঠে বসে খেলা দেখতে পারবেন ১০০ শতাংশ দর্শক ।
স্বরাষ্ট্র মন্ত্রক ও স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায় । এবার অন্তত আইনগত ভাবে গ্যালারিতে দর্শক আনতে আর কোনো অসুবিধা রইল না ।
সংক্রমণের নিম্নমুখী হার , ভ্যাকসিন আর সবশেষে এই নির্দেশিকা ।
তবে মাস্ক, সেনেটাইজার বাধ্যতামূলক করা হয়েছে । সবমিলিয়ে সামনের আইপিএল বা অন্য বড় টুর্নামেন্টগুলি মাঠে গিয়ে দেখার আশায় বুক বাঁধতেই পারেন ক্রীড়াপ্রেমীরা ।
এরফলে বি সি সি আই প্রস্তুতি শুরু করেছে মাঠে দর্শক আনার । যদিও এখনই হাউস ফুল গ্যালারি না এনে ধাপে ধাপে লোক বাড়াতে পারে বি সি সি আই । যদিও আই এস এল শেষ হতে চলেছে দর্শক শুন্য ভাবেই।
