ইস্টার্ন টাইমস, কলকাতা: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তিন জাতীয় নির্বাচকের পদে আগ্রহীদের আবেদন জানানোর জন্য ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করার বিজ্ঞপ্তি জারি করলো।
বোর্ডের তরফে তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে নির্বাচক পদের জন্য আবেদন করতে হলে ক্রিকেটারদের অন্তত ৭ টি টেস্ট অথবা ৩০ টি প্রথম শ্রেণীর ম্যাচ অথবা ১০ টি ওয়ানডে অথবা ২০ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে হবে ,বয়েস হতে হবে ৬০ বছরের মধ্যে। অন্তত্য ৫ বছর আগে ক্রিকেট কে বিদায় জানানো খেলোয়াড়রাই আবেদন জানাতে পারবেন ।
যে তিনজন বিদায় নিলেন তারা হলেন দেবাং গান্ধী,যতীন পরাঞ্জপে এবং সারণদ্বীপ সিংহ। নতুন যে তিনজন সিলেক্টর আসবেন তাদের চালনা করবেন সুশীল যোশী। আরেকজন সিলেক্টর হলেন হারভিন্দর সিং।
যোশী এবং হারভিন্দরকে নিয়োগ করা হয়েছিল ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি থেকে। এই কমিটি চালনা করেন মদন লাল।
এরা দুজন এই প্যানেলে আসেন মার্চ মাসে এমএসকে প্রসাদ ও গগন খোদা কে সরিয়ে। এখন দেখার তিনটি শূন্য পদে কাঁদের নির্বাচিত করা হয়।
