
ইস্টার্ন টাইমস, বিথীন সরকার, ১২ অক্টোবর, কলকাতা: কোভিড টেস্টের খরচ কমালো রাজ্য সরকার। এবার থেকে টেস্ট করতে খরচ হবে জনপ্রতি ১,৫০০ টাকা। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে করোনা রোগীদের জন্য অ্যাম্বুল্যান্সের ভাড়া কমাতেও উদ্যোগী হলো রাজ্য সরকার।
কোভিড চিকিৎসার ক্ষেত্রে শীঘ্রই বাঙুর হাসপাতালে চালু হবে ৪৯৬টি নতুন বেড। অন্যদিকে এলাকায় এলাকায় ফের চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বার খুলতে পারবেন বলেও জানানো হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। এব্যাপারে আইন শিথিল করছে রাজ্য সরকার। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পুজোর সময় সর্বক্ষণের জন্য কন্ট্রোল রুম চালু থাকবে।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, ‘করোনা সংক্রমণ বাড়ছে, প্রত্যেকে মাস্ক পরুন। সংক্রমণ আটকাতে সামাজিক দূরত্ব বজায় রাখুন। পুজো প্যান্ডেলে যাওয়ার সময় মাস্ক পরুন।’
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘পুজো মণ্ডপ গুলিতে সর্বক্ষণ সতর্কতামূলক প্রচার করতে হবে পুজো কমিটিকে’। পুজো কমিটি গুলির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর এদিন বলেন, ‘মাস্ক না পরলে প্যান্ডেলে ঢুকতে দেবেন না। প্রয়োজনে প্যান্ডেলে ঢোকার সময় স্যানিটাইজার ব্যবহার করবেন, আগত দর্শনার্থীদের মাস্ক দিন’।
এমনকি এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘ব্যবস্থাপনা দেখেই রাজ্য সরকারের তরফ বিশ্ববাংলা শারদ সম্মানে অতিরিক্ত পয়েন্ট পাবেন পুজো উদ্যোক্তারা।’
তবে, মুখ্যমন্ত্রী এদিনও সাংবাদিক বৈঠকে উল্লেখ করেন, এবছর পুজো কে কেন্দ্র করে প্যান্ডেলের কাছে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।
মুখ্যমন্ত্রী এদিন উল্লেখ করেন, ‘অন্যান্য রাজ্যে এবার পুজো করার অনুমতি দেওয়া হচ্ছে না। বাংলায় পুজো হবে, কিন্তু সংক্রমণ আটকাতে হবে।’
