ইস্টার্ন টাইমস ,কলকাতা: কলকাতা লিগ হতে হতে পরের বছর মার্চ । তাই এই বছরেই আই এফ এ শিল্ড করতে চলেছে আইএফএ। ,
বৃহস্পতিবার প্রিমিয়ার ডিভিশনের সমস্ত ক্লাবকে চিঠি পাঠিয়েছে আইএফএ। চিঠিতে বলা হয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রিমিয়ারের দল গুলিকে নিয়ে শিল্ড করতে চায়। আগামী পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট ক্লাব কর্তাদের নিজেদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।
আইএসএলে খেলার জন্য মোহনবাগান, ইস্টবেঙ্গল এবারের শিল্ডে খেলছে না। বিদেশী কোনো দলও আসবেনা । তবে আই লিগ যেহেতু পরের বছর চালু তাই মহামেডান খেলতে পারে। সাদা কালো ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস জানালেন,”সামনেই আই লিগ।
তার আগে আইএফএ শিল্ড হচ্ছে। খুব ভাল উদ্যোগ । আমরা শিল্ডে খেলছি।”
আই এফ এ চেয়ারম্যান সুব্রত দত্ত জানান,’আই এফ এ চেষ্টা করছে এই বছর কিছু একটা হোক করোনা কে হারিয়ে । তাহলে সবাই উৎসাহ পাবে ।এবছর তো কত ধুম ধাম করে আই এফ এ শিল্ড করার ইচ্ছে ছিল গত এপ্রিল মাসে সেটা আর হলো কই!’
