ইস্টার্ন টাইমস ,কলকাতা: অনেকটা পিছিয়ে যাচ্ছে আই লিগ। ক্রিসমাসের পর ২৬ ডিসেম্বর শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভবত পিছিয়ে যাচ্ছে।
২০২০-২১ মরসুমের আই লিগ শুরু হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে। করোনা মহামারিতে ক্রিসমাস ও নতুন বছরের উৎসবের আবহে আই লিগ শুরু করার অনুমতি দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে রাজ্য সরকার বলেছে জানুয়ারির প্রথম সপ্তাহে আই লিগ শুরু করার জন্য।সূত্রের খবর , সেই প্রস্তাব মেনেও নিয়েছে ফেডারেশন। লিগ শুরু হতে পারে নতুন বছরের ৬ বা ৭ই জানুয়ারি।
করোনা মহামারির কারণে আসন্ন আই লিগের ফরম্যাট বদলাচ্ছে। ম্যাচ কমছে। মোট ৮০টা ম্যাচ হবে আসন্ন আই লিগে। অংশগ্রহণকারী ১১টা দল প্রথম পর্বে পরস্পরের সঙ্গে খেলবে একবার করে।
দ্বিতীয় পর্বে পয়েন্টের বিচারে প্রথম পাঁচটা দলকে নিয়ে চ্যাম্পিয়নশিপের লড়াই। আর নীচের ছ’টা দল অবনমন বাঁচানোর লড়াই করবে। কল্যাণী, বারাসাত, দুই প্রধানের মাঠে আই লিগের ম্যাচগুলো হবে। এবার কলকাতা থেকে খেলছে একটাই দল , মহামেডান স্পোর্টিং।
