ইস্টার্ন টাইমস, বিশেষ সংবাদদাতা , ঢাকা, ৯ নভেম্বর: বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় ভারতের বিদেশ মন্ত্রক এক প্রতিক্রিয়ায় বলেছে, এ বিষয়ে তারা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।
ভারতের এই প্রতিক্রিয়ার বিষয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, হিন্দু নির্যাতন নিয়ে দিল্লির বিদেশ মন্ত্রকের যোগাযোগ ও প্রতিক্রিয়ার ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পারি নাই।
সম্প্রতি বাংলাদেশের কুমিল্লার হিন্দুদের বাড়িতে হামলা- অগ্নিসংযোগের ঘটনার প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রী মোমেন বিবিসি বাংলাকে জানিয়েছেন, ‘এই ঘটনা আসলে একটা দুর্ঘটনা, সেটা ওই দেশেও (ভারতে) হয়। কোন সরকারই চায় না যে এগুলো হোক। আমাদের দেশ সম্প্রীতির দেশ।
আমাদের দেশে মাইনরিটিরা যত সুখে আছে, অন্য অনেক দেশে সে অবস্থা নেই।’
বাংলাদেশে বিদেশমন্ত্রী বলেন,‘এরকম একটা দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমরা তার বিচারের ব্যবস্থা করি, সেজন্য আমাদের কাছে তদবির করার দরকার নেই বা পরামর্শের দরকার নেই। আমরা নিজে থেকেই এ ব্যাপারে অ্যালার্ট। সম্প্রীতি কোথাও নষ্ট হোক, এটা আমরা চাই না, এটা আমাদের একটা প্রায়োরিটি ইস্যু।’
সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী বরং অন্যদের সতর্ক থাকার পরামর্শ দেন, যাতে তাদের নিজের ঘরে এরকমের দুর্ঘটনা না হয়।
