ইস্টার্ন টাইমস , কলকাতা : তিনদিনের পশ্চিমবঙ্গ সফরের প্রথম প্রকাশ্য কর্মসূচিতেই তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেলা ১১টা নাগাদ কলকাতা থেকে হেলিকপ্টারে বাঁকুড়ায় পৌঁছে বিরসা মুন্ডার মূর্তিতে মালা দিয়ে শাহ বলেন , “তৃণমূল সরকারের পতন আসন্ন। পশ্চিমবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য, আমরা আবার সোনার বাংলা গড়বো , বিজেপিকে সুযোগ দিন।”
বাঁকুড়ায় পৌঁছে পুয়াবাগান মোড়ে তিনি মাল্যদান করেন স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডার মূর্তিতে। তিনি বলেন, ‘বিরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করে বাংলায় আমার দুদিনের কর্মসূচি শুরু হল। আমি কাল এসেছি, যেখানে গেছি সেখানেই মানুষ আমায় ভালবেসেছেন।
আমি দেখেছি, মানুষের মধ্যে মমতা সরকারের প্রতি ক্রোধ আর মোদিজির ওপর ভরসা। অমিত শাহ দাবি করেন, ‘মোদি সরকারের যাবতীয় প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাচ্ছেন না। কৃষকরা কিছু পাননি, স্বাস্থ্যের সুবিধা পাচ্ছেন না এখানকার মানুষরা। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন কেন্দ্রীয় প্রকল্প, যোজনা মানুষের কাছে পৌঁছালে তাঁর সরকারের ভিত নড়ে যাবে।’
তিনি এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে।’
মাল্যদান অনুষ্ঠানের পর বাঁকুড়ার রবীন্দ্রভবনে দলের সাংগঠনিক বৈঠকে ভাষণ দেন অমিত শাহ ।
ওই বৈঠকে যোগ দিয়েছে বাঁকুড়া ,পুরুলিয়া , বীরভূম ,ঝাড়গ্রাম ,দুই মেদিনীপুর ও দুই বর্ধমানের বিজেপি জেলা নেতারা।বৈঠকের মাঝেই চতুরডিহি গ্রামে এক আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন শাহ।
চতুর্ডিহির আদিবাসী বাড়িতে অমিত শাহ’র মধ্যাহ্নভোজের তদারকিতে ছিলেন বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
