ইস্টার্ন টাইমস , নয়াদিল্লি: এটিকে-মোহনবাগানের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল দলের অন্যতম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
তিন বারের চ্যাম্পিয়ন এটিকের জার্সি ওয়াশিং মেশিনে দেওয়ার পরই তার থেকে বেরিয়ে আসে সবুজ -মেরুন জার্সি। এই বিজ্ঞাপন দেখা্র পরেই ক্ষোভে ফেটে পড়েছিলেন সবুজ-মেরুন সমর্থকরা।এটিকে-মোহনবাগানের নতুন জার্সিতে তিনটি স্টার রয়েছে। সেটিও সরিয়ে দেওয়ার দাবি তোলেন সমর্থকরা ।
মোহনবাগান সমর্থকদের এই আবেগকে গুরুত্ব দিচ্ছেন এটিকে-মোহনবাগান কর্তারা।ময়দান উত্তপ্ত হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় এটিকে-মোহনবাগানের কোনও জার্সি দেখা যাচ্ছে না।এদিন বাগান অর্থ সচিব দেবাশিস দত্ত বলেন, ‘ কোনো জার্সি আপাতত দলের ডিজিটাল সাইটে দেখা যাচ্ছে না।
এটি কে ও মোহনবাগান বোর্ডে র আমরা আই এস এল কর্তৃপক্ষ র সঙ্গে কথা বলে জার্সি তে থ্রি স্টারের বিষয়টা দেখছি । আশা করছি সব ঠিক হয়ে যাবে এখন আমাদের ফোকাস হওয়া উচিত 20 নভেম্বর প্রথম আই এস এল ম্যাচ।
