
ইস্টার্ন টাইমস , নয়াদিল্লি : দেশের যে কোনও প্রান্ত থেকেই ভোট দেওয়া সম্ভব হতে পারে আগামী দিনে। ভোট দিতে কেন্দ্রে যেতে হবে না। রিমোট ভোটিং নিয়ে আসছে নির্বাচন কমিশন। যার মহড়া শুরু হবে কিছুদিনের মধ্যেই।
জানা গিয়েছে, রিমোট ভোটিং নিয়ে কাজ করছে আইআইটি চেন্নাই। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে তঠস্ত নির্বাচন কমিশন।
এই সময় নতুন প্রযুক্তিতে রিমোট ভোটিং এর কথা জানান মুখ্য নির্বাচন কমিশন সুনীল আরোরা।
দেশের সমস্ত ভোটারকে ভোটমুখী করতেই নির্বাচন কমিশন রিমোট ভোটিং-এর বন্দোবস্ত করতে চলেছে। ২৫ জানুয়ারি, আজ জাতীয় ভোটার দিবস। এই দিবসকে স্মরণীয় করে রাখতে এই নতুন প্রকল্পের কথা জানালেন মুখ্য নির্বাচন কমিশন সুনীল আরোরা।
অন্যদিকে, কর্মসূত্রে বা পড়াশোনার জন্য বিদেশে রয়েছে এমন ভারতীয়দের জন্যও পোস্টাল ব্যালেটের কথাও চিন্তাভাবনা করা হচ্ছে বলে তিনি জানান। এ বিষয়ে কমিশনের তরফে কেন্দ্রীয় আইন মন্ত্রককে ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে।
