ইস্টার্ন টাইমস , কলকাতা: খারাপ সময় যেন কিছু তেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গল ক্লাবের একে তো ফুটবলে হার তার পরে ক্রিকেটে ও ভরাডুবি প্রথম পর্বের পর দ্বিতীয় সাক্ষাতেও বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ফের ডার্বি হার লাল হলুদ ব্রিগেডের। রবিবার ইডেনে ৩৬ রানে হারলো তারা।
এই জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল মোহনবাগান।দুই দলের কাছে ম্যাচ ছিল মরণ বাচন ঘন্টা বাজিয়ে ম্যাচ শুরু করেন বাংলা র সিনিয়র ক্রিকেটার মনোজ তিওয়ারি ইস্টবেঙ্গলে করোনা পজিটিভ হয়ে দলে ফেরেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও অভিষেক রমণ টস জিতে বোলিং নেয় ইস্টবেঙ্গল ব্যাট হাতে সফল বাগান ওপেনার বিবেক সিংহ। হাফসেঞ্চুরি করলেন তিনি।
এছাড়া অণুস্টুপ মজুমদার রান করেন। ২০ ওভারে সাত উইকেট হারিয়ে১৫২ তোলে মোহনবাগান।
জবাবে ওপেনার ঈশ্বরণ ভালো ব্যাট করলেও তিনি একা টানতে পারলেন না। বাগানের বোলিং লাইনের কাছে মুখ থুবড়ে পড়ল পুরো ইস্টবেঙ্গল ব্যাটিং , ২০ ওভারে তারা শেষ হয়ে যায় ১১৬ রানে।রবিবারের জয়ের ফলে তপন মেমোরিয়াল ক্লাব ও টাউন ক্লাবের সঙ্গে তৃতীয় দল হিসাবে সিএবি-র নতুন টুর্নামেন্ট বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের শেষ চারে পৌঁছে গেল মোহনবাগান।
আর একটি জায়গার জন্য এখন লড়াই চলছে।মরসুমের দ্বিতীয় ডার্বিতেও জিতে উচ্ছ্বসিত মোহনবাগানের অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। বলেছেন, “আমি ভীষণ খুশি। এই জয় দলগত সাফল্যের নিদর্শন।
শেষ তিন ম্যাচে আমরা দারুণ ক্রিকেট খেলেছি যেটা আর কোনও দলই খেলতে পারেনি বলেই আমার ধারণা। একই টুর্নামেন্টে পরপর দুটি ডার্বিতে জয় আমার ও আমাদের দলের কাছে খুব স্পেশ্যাল একটা মুহূর্ত।” ফের ডার্বির রঙ সবুজ মেরুন ।
