ইস্টার্ন টাইমস ,কলকাতা: ‘২০০+’ আসনের টার্গেট নিয়ে ভোটের ময়দানে নেমে পড়ল বঙ্গ বিজেপি। তবে বঙ্গ বিজেপির রাশ কেন্দ্রীয় নেতৃত্বের হাতেই থাকছে। মঙ্গলবার বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এবং সুনীল দেওধরের উপস্থিতিতে বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।গোটা রাজ্য কে ৫ টি সাংগঠনিক জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্ব দেওয়া হল ৫ কেন্দ্রীয় নেতাকে।
আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশন ঠিক করতে সোমবার রাতেই কলকাতায় পা রেখেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। বিমানবন্দরে দাঁড়িয়েই তিনি জানিয়েছিলেন, বিধানসভা ভোটে ২০০র বেশি আসন পাবে এ রাজ্যে বিজেপি।
মঙ্গলবার সকালেই তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে মালব্যের সঙ্গেই ছিলেন বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ-সহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা। ছিলেন ত্রিপুরা জয়ে বিজেপি-র ‘সফল সৈনিক’ হিসেবে পরিচিত সুনীল দেওধরও।
মোট ৬ জন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, যেভাবে লড়াইয়ের স্ট্র্যাটেজি ঠিক করে দিয়েছেন অমিত শাহ, সেভাবেই বাংলায় ২০২১-এ সাধারণ বিধানসভা নির্বাচনে লড়বে দল।
জানা গিয়েছে, রাজ্যের ২৯৪টি আসনকে পাঁচটি জোনে ভাগ করে পাঁচ কেন্দ্রীয় নেতাকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী , হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরকে নিয়ে গঠিত জোনের দায়িত্ব দেওয়া হয়েছে সুনীল দেওধরকে।
রাঢ়বঙ্গ জোনের দায়িত্ব দেওয়া হয়েছে বিনোদ সোনকার কে। কলকাতা জোনের দায়িত্বে দুষ্মন্ত কুমার গৌতম, নবদ্বীপ ,মুর্শিদাবাদের দায়িত্বে বিনোদ তাওড়ে ,উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে হরিশ দ্বিবেদীকে।
এই পাঁচটি জোনের নতুন দায়িত্বে আসা কেন্দ্রীয় নেতারা আগামী ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জোনের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসে রণকৌশল স্থির করবেন।
