
ইস্টার্ন টাইমস ,নয়াদিল্লি: আবার অপেক্ষা। বিসিসিআই সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের ভবিষ্যৎ নিয়ে আগামী ৯ ডিসেম্বর রায় দেবে সুপ্রিম কোর্ট। গত সেপ্টেম্বর মাসে এই মামলার শুনানি হওয়ার হওয়ার কথা ছিল। কিন্তু আদালত শুনানি স্থগিত রেখে সৌরভ ও জয় কে কাজ চালিয়ে যেতে বলে।
এবার শুনানির তারিখ নির্ধারিত করা হল ৯ ডিসেম্বর ।
লোধা কমিটির সুপারিশ অনুযায়ী বিসিসিআইয়ের পদে গত জুলাইয়ে মেয়াদ শেষ হয়েছে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। মে মাসে সচিব পদে মেয়াদ শেষ হয় জয় শাহের। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, ছয় বছর বিসিসিআই বা তাঁর অনুমোদিত সংস্থায় পদাধিকারী থাকার পর ২ বছরের জন্য কুলিং অফে যেতে হবে।
তবে বিসিসিআই কর্তারা কুলিং অফ সহ লোধা কমিটির ১২টি সুপারিশ নিয়ে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে। তাঁদের দাবি, ২০২৩ বিশ্বকাপ অবধি দায়িত্বে রাখা হোক সৌরভ ও জয় কে।
কারণ আই সি সি বড় টুর্নামেন্ট আছে ভারতে । রায় তাঁদের পক্ষে যাবে সেই বিষয়ে আশাবাদী সৌরভ তার আই সি সি-তে চেয়ারম্যান হওয়ার সুযোগ থাকলেও তিনি যান নি ।
সেই মামলার শুনানি আগামি ৯ই ডিসেম্বর। বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে হবে এই মামলার শুনানি।
শেষ পর্যন্ত লোধা কমিটির সুপারিশ অনুযায়ী কুলিং অফে যেতে হবে সৌরভদের? না করোনা সময় ও আগামী বড় আই সি সি টুর্নামেন্ট গুলো কে মাথায় রেখে সৌরভ দের নিজ পদে কাজ চালিয়ে যাবার অনুমতি দেওয়া হবে, নজর এখন সেই দিকেই !
