ইস্টার্ন টাইমস ,কলকাতা: অবশেষে বাংলায় লোকাল ট্রেন চালুর ছাড়পত্র দিল রাজ্য সরকার। কোভিড বিধি মেনেই লোকাল ট্রেন চালু হতে চলেছে রাজ্যে। তবে সে ক্ষেত্রে কী কী নিয়ম বিধি মেনে কবে থেকে লোকাল ট্রেনের চাকা গড়াবে তা চূড়ান্ত হবে ৫ নভেম্বর। সোমবার নবান্নে রাজ্য সরকারের সঙ্গে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকদের বৈঠক শেষে এমনটাই জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরেই লোকাল ট্রেন চালুর দাবি উঠছিল।মানবাধিকার সংগঠনগুলি গত কয়েকদিন ধরেই ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছিলো।
লোকাল ট্রেন চালু করার পক্ষে বাম বিজেপি উভয়পক্ষই নিজেদের মতামত জানিয়ে এসেছেন বেশ কয়েকদিন ধরে। রাজ্যের বিভিন্ন স্টেশনগুলোতে রেল কর্মীদের স্পেশাল ট্রেন সাধারণ মানুষের জোর করে উঠাকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন রেলওয়ে স্টেশন চত্বর।
এমন পরিস্থিতির মধ্যে সোমবার নবান্নে রেলের পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্য সচিব। দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা চল। তারপরই বাংলায় ট্রেন চালানোয় ছাড়পত্র দেয় নবান্ন। আপাতত প্রতিদিন ১০-১৫ শতাংশ ট্রেন চলাচল করবে। প্রতিটি ট্রেন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে এ সমস্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ৫ নভেম্বর।
