
ইস্টার্ন টাইমস , কলকাতা: ফের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি। গ্রিন করিডোর করে নিয়ে আসা হল সল্টলেকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। পরিবার সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকেই বুকে অস্বস্তি বোধ করেন তিনি।
বুধবার ফের বুকে ব্যথা অনুভব করায় তাঁর ব্যক্তিগত চিকিৎসক তাঁকে হাসপাতালে চলে আসার পরামর্শ দেন। এরপর গ্রিন করিডোর করে বাইপাসের ধারে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৌরভকে।
এর আগে ২ জানুয়ারি বাড়িতে জিম করতে গিয়ে ব্ল্যাক আউট হয়ে যান সৌরভ। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সৌরভ গাঙ্গুলিকে। তিনটে ব্লকেজ পাওয়া যায় তাঁর হার্টে।
সেদিনই তাঁর বুকে একটি স্টেন্ট বসানো হয়। বাকি দুটি ব্লকেজের জন্য আরও দুটো স্টেন্ট বসানো হবে সৌরভের এমনটাই জানান চিকিৎসকরা। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী শেট্টি জানান, আবার তিনি আগের মতোই সব কিছুই করতে পারবেন। ক্রিকেটও খেলতে পারবেন।
সুস্থ হয়ে ৭ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান সৌরভ। বাড়িতেই পর্যবেক্ষণে ছিলেন তিনি।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় ২০ দিন মাথায় ফের আবার বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নিয়ে আসা হলো মহারাজকে।
প্রসঙ্গত,কয়েকদিন বাইপাসের ধারে এই হাসপাতালেই স্টেন্ট বসানো হয় সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলির। সৌরভ ও স্নেহাশিসের বাবা চণ্ডী গাঙ্গুলিরও ছিলেন হার্টের রোগী।
মাত্র ৩৭ বছর বয়সেই তাঁর হয়েছিল বাইপাস সার্জারি। সৌরভের চিকিৎসা করতে এসে ডাক্তার দেবী শেট্টি জানান, সৌরভের পরিবারে হার্টের অসুখের ইতিহাস রয়েছে। ফলে, স্বাভাবিকভাবেই একই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে সৌরভ-স্নেহাশিসদের।
