
ইস্টার্ন টাইমস , কলকাতা: দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়র নামে এফআইআর করল শিলিগুড়ি পুলিশ। এছাড়াও বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে উত্তরকন্যা অভিযানে হিংসা ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।
২টি অভিযোগ হয়েছে নিউ জলপাইগুড়ি থানায় এবং একটি অভিযোগ শিলিগুড়ি থানায় দায়ের করা হয়েছে।
হিংসা ছড়ানো, অশান্তি সৃষ্টি, ট্রাফিক গার্ড ভাঙচুর, সরকারি কাজে বাধা, পুলিশ নিগ্রহ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে।
সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে শিলিগুড়ির তিনবাত্তি মোড়, ফুলবাড়ি এলাকা।
অন্যদিকে উত্তরকন্যা অভিযান চলাকালীন তাদের এক কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিজেপি। তাদের আঙুল পুলিশের দিকে। পুলিশের দিক থেকে ছরার গুলি চলে বলে অভিযোগ অন্যান্য আহতদেরও। উত্তরকন্যা অভিযানে দলীয় কর্মীর মৃত্যুর অভিযোগে ময়দানে নামেছে বিজেপি।
ওরা কুৎসা করে ঝড়ের বেগে, মিছিল করে লোক মারে’,বিজেপিকে উদ্দেশ্য করে মমতার তোপ >>
বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে গতকাল ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধেও শিলিগুড়িতে বিজেপি- তৃণমূল সংঘর্ষ বেঁধে যায়।
মঙ্গলবার সকাল ১১টা নাগাদ শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় অবরোধ করে বিজেপি যুব মোর্চার সমর্থকরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের ঘটনায় ২০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
এরপরও চলতে থাকে বিক্ষোভ। তখনই তৃণমূল জেলা সভাপতির নেতৃত্বে এলাকায় তৃণমূলের বাহিনী আক্রমণ চালায় বিজেপি কর্মীদের ওপর। বিজেপির ফ্লেক্স জ্বালিয়ে দেয় তৃণমূল কর্মীরা। দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। কিছুক্ষণ পর এলাকা ছেড়ে চলে যান বিজেপি যুব মোর্চার কর্মীরা।
বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূলের দার্জিলিং জেলার সভাপতি রঞ্জন সরকারের নেতৃত্বে তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী বিজেপি কর্মীদের মারধর করে। রাজ্য বিজেপি সম্পাদক রথীন্দ্রনাথ বসু জানিয়েছেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, ২১-শে জবাব দেবে মানুষ।
