ইস্টার্ন টাইমস ,কলকাতা: বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর মেগা শো। তাঁর নিজের জেলার রামনগরে হতে চলেছেন এই মেগা শো। গত কয়েকদিন ধরেই অরাজনৈতিক মঞ্চ ব্যবহার করে রাজনৈতিক মহলে একের পর এক জল্পনা বাড়িয়ে চলেছেন শুভেন্দু অধিকারী।
এবার সমবায় আন্দোলনকে সামনে রেখেই হবে তাঁর এই শো। আগামীকালের এই মেগা শো করে তিনি কি বার্তা দেন এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল এবং সংবাদ মাধ্যমগুলি।
যদিও আগামীকালের অরাজনৈতিক মঞ্চ থেকে তেমন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত ঘোষণা না করার সম্ভাবনাই বেশি। শুভেন্দু অধিকারী নিজেই সেটা স্পষ্ট করে দিয়েছিলেন নন্দীগ্রাম দিবসের দিনই।কোন ও রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে তিনি রাজনীতির কথা বলবেন না বলে জানিয়েছিলেন সেদিন।
যদিও শুভেন্দু বাবু গত কয়েক সপ্তাহ ধরে অরাজনৈতিক মঞ্চ ব্যবহার করে নাম না করেও এমন কিছু বক্তব্য তুলে ধরেছেন যাতে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে রাজ্যজুড়ে।
ও রাজনৈতিক মঞ্চে নিজের রাজনৈতিক সিদ্ধান্তের কথা সরাসরি ঘোষণা না করলেও রাজনৈতিক জল্পনা বাড়িয়েছেন তিনি নিজেই। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই প্রশান্ত কিশোর এবং নিজেকে তৃণমূলের যুবরাজ ভেবে ফেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল পরিচালনা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন।
সেই বক্তব্য ইতিমধ্যেই মমতা বন্দোপাধ্যায়কে জানানো হয়েছে বলে সূত্রের খবর। তবে চলতি সপ্তাহে শুভেন্দু অধিকারীর এই মেগা শো কোন দিকে গড়ায় তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তার এই অনুষ্ঠান হবে রামনগরের আর এস ময়দানে। সমবায় সপ্তাহ উপলক্ষে এই সভা হবে। ওখানে অনেক সময় পাওয়া যাবে। তখন যা বলার বলব।
তবে নন্দীগ্রাম দিবস উদযাপনের দিন মঞ্চে দাঁড়িয়ে রামনগর প্রসঙ্গে জল্পনা বাড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘রামনগর নিয়ে বলার জন্যে অনেকে বলেছি, কিন্তু যা বলতে হয়, তা করতে নেই। আর যা করতে হয়, তা বলতে নেই।’
এদিকে রামনগরের বিধায়ক অখিল গিরির নিজের এলাকায় শুভেন্দুর মেগা শো নিয়ে বলেছেন, ‘৭ দিনের চরম হুশিয়ারি দলের তরফে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। উনি ওনার রাজনৈতিক অবস্থান স্পষ্ট না করলে দলের তরফে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
অধিকারী পরিবারের সঙ্গে কোনদিনই সুসম্পর্ক ছিলনা অখিল গিরির। এর আগেও শুভেন্দুর নানা কর্মসূচী নিয়ে তোপ দেগেছেন অখিল গিরি।
এমনকি গত ১০ নভেম্বর নন্দীগ্রাম দিবস নিয়েও মুখ খুলেছিলেন তিনি। এবার সেই অখিল গিরির এলাকাতেই আগামীকাল মেগা শো থেকেপাল্টা কি জবাব দেন শুভেন্দু সেই দিকেই নজর থাকবে সবার।
