ইস্টার্ন টাইমস ,কলকাতা: বি সি সি আই সভাপতি হয়ে প্রশাসকের ভূমিকায় থাকলেও ক্রিকেট প্লেয়ার হিসাবে মাঠের উত্তেজনা এখনো টানে সৌরভ গঙ্গোপাধ্যায় কে। তাই সোমবার দুবাইতে স্পোর্টস সিটি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দেখে মুগ্ধ সৌরভ,সুপার ওভারের ম্যাচ শেষে তিনি টুইট করেন,কাম অন…
এটাই আইপিএলের উত্তেজনা ! এটাই আইপিএলের আকর্ষণ,প্রতিদিন এমন ম্যাচ দেখার অপেক্ষাতেই টিভিতে চোখ রাখা, এককথায় মুম্বই বনাম আরসিবি ম্যাচ অনবদ্য ! এমন আরও উত্তেজক ম্যাচ দেখার জন্য অপেক্ষায় রইলাম।
ম্যাচ দেখে খুশি সচিন তেন্ডুলকার ও অনুষ্কা শর্মাও। সচিন লেখেন,অবিশ্বাস্য ক্রিকেট, দুই দলই দারুণ ক্রিকেট উপহার দিল। এই ম্যাচকে ব্যাখ্যা করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না। অনুষ্কা খুশি র ঝলক দিয়ে বলেন,প্রতিটি সেকেন্ডে উত্তেজনা। একজন অন্তঃসত্ত্বা মহিলার পক্ষে এমন উত্তেজনা সহ্য করা বোধ হয় একটু বেশিই হয়ে গেল !’
