অঞ্জন চট্যোপাধ্যায়, কলকাতা: নজিরের পরে নজির গড়ে যাচ্ছেন আই এফ এ সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায়। প্রথমে স্পনসর আনা। এবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক স্টেডিয়ামের নামও হল আই এফ এর না।
মেনতুন নাম হলআই এফ এ সল্টলেক স্টেডিয়াম। বৃহস্পতিবার সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনে এই নতুন নাম উদ্বোধন হয়ে গেল। অনুষ্ঠানে ছিলেন আই এফ এ সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায়, আই এফ এ চেয়ারম্যান সুব্রত দত্ত, আই এফ এ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচাৰ্য, বাংলার কোচ রঞ্জন ভট্টাচাৰ্য মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী। মেট্রো স্টেশনের প্রত্যেকটা দেওয়ালে স্থান পেল পি কে বন্দোপাধ্যায়, চুনী গোস্বামী ও শৈলেন মান্না দের মত তারকা ফুটবলারদের ছবি এবং সঙ্গে থাকছে তাঁদের নানা কীর্তির ইতিহাস।
থাকছে আই এফ এর ইতিহাস। আই এফ এ সচিব বলেন,’মেট্রো কলকাতার লাইফ লাইন আর সেখানে আই এফ এ কে মেট্রো কর্তৃপক্ষ স্থান দিল ওদের ধন্যবাদ।’ সুব্রত দত্ত বলেন,’দেশের কোনো মেট্রো স্টেশনে রাজ্য ফুটবল সংস্থা কে নিয়ে এই নজির নেই। ধন্যবাদ কলকাতা মেট্রো ও জয়দ্বীপকে।’
