ইস্টার্ন টাইমস , চেন্নাই: সুরের আকাশে নক্ষত্রপতন। চিরবিদায় জানানো হল সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্য়মকে। শনিবার শেষকৃত্য হল তাঁর। থিরুভাল্লুর জেলার থমারাইপাকম গ্রামে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন করা হয়। তামিলনাড়ু পুলিশের তরফে তাঁকে ২৪ গান স্যালুটে বিদায় জানানো হয়। বাবার শেষকৃত্যের কাজ সম্পন্ন করেন পুত্র এসপি চরণ।
উপস্থিত ছিলেন দক্ষিণের বিখ্যাত অভিনেতা বিজয়।এছাড়া দক্ষিণী পরিচালক ভারতীরাজও উপস্থিত ছিলেন শেষকৃত্যে। গতকাল হাসপাতালেও গিয়েছিলেন তিনি। এছাড়া গায়ক মানো, সঙ্গীত পরিচালক দেবী শ্রীপ্রসাদ ও কমেডিয়ান মাইলসামীও উপস্থিত ছিলেন এদিন।প্রিয় গায়ককে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন তাঁর বহু গুণমুগ্ধ।
শেষকৃত্যে শুধু মাত্র অভিনয় জগতের নয়, রাজনীতি জগতের অনেকেও উপস্থিত ছিলেন। এআইডিএমকে নেতা ডি জয়কুমার ও অন্ধ্রপ্রদেশের সেচমন্ত্রী অনিল কুমার যাদব শেষকৃত্যে অংশ নেন। সবাই একে একে শ্রদ্ধা জানান এসপি বালাসুব্রহ্মণ্যমকে। উপস্থিত অনেকের চোখেই ছিল জল।
প্রায় এক মাসেরও বেশি সময় ধরে লড়াইয়ের পর হার মানেন বালাসুব্রহ্মণ্য়ম। শুক্রবার চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঙ্গীতশিল্পী।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪।
করোনায় আক্রান্ত হয়ে ৫ আগস্ট হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু সেপ্টেম্বরের ৪ তারিখ তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। গত ২৪ সেপ্টেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁকে সর্বোচ্চ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বহু পুরস্কারে ভূষিত বালাসুব্রহ্মণ্য়ম গিনেস বুকে নাম তুলেছিলেন কেরিয়ারে ৪০ হাজারেরও বেশি গান গেয়ে। তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম এবং হিন্দি-সহ ১৬টি আঞ্চলিক ভাষায় তিনি গান গেয়েছেন।
স্ত্রী সাবিত্রী, মেয়ে পল্লবী ও ছেলে এসপি চরণকে রেখে গেলেন এই কিংবদন্তি সঙ্গীতশিল্পী। তাঁর ছেলে নিজে একজন প্রযোজক ও গায়ক। সঙ্গীতশিল্পীর মৃত্যুর পরে টুইট করে তাঁকে শ্রদ্ধা জানান লতা মঙ্গেশকর, কমল হাসান, রজনীকান্ত, এ আর রহমান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমার থেকে শুরু করে বলিউড ও দক্ষিণ ভারতের প্রায় সব তারকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বাবুল সুপ্রিয়কেও দেখা গিয়েছে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন এসপি বালাসুব্রহ্মণ্যমকে।
