ইস্টার্ন টাইমস , কলকাতা: কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে উঠেই ডার্বি যুদ্ধর জন্য তৈরী হচ্ছে এটিকে মোহনবাগান। আর কিবুর কেরালার বিরুদ্ধে জয়ের নায়ক রয় কৃষ্ণা আশাবাদী যে তারা ইস্টবেঙ্গলকে রুখতে পারবেন । ম্যাচের পারদিন শনিবার অনুশীলনে ছুটি ছিল। রবিবার থেকে ডার্বির জন্য অনুশীলন শুরু করবে টিম হাবাস।
এটিকে মোহনবাগানের গোলমেশিন রয় কৃষ্ণা বলেছেন , “আমি কলকাতা ডার্বির কথা অনেক শুনেছি। এই ম্যাচটা খেলার জন্য অপেক্ষা করছি।কোনও দিন এই ম্যাচ দেখিনি এবং খেলার সুযোগ হয়নি।
গতবার একবার হাসপাতালে যাওয়ার সময় আমার গাড়ি জ্যাম জটে আটকে গিয়েছিল। তখন মনে হয়েছিল মাঠের বাইরে রাস্তায় যদি এত সমর্থক থাকে তাহলে মাঠের ভিতরে কী উত্তেজনা হয়!
কিন্তু করোনার কারণে এবার দর্শক আসা সম্ভব নয়, কিন্তু অনেক দর্শক ডার্বির বাইরে থেকে গলা ফাটাবে । আমাদের ম্যাচটা আমাদের সমর্থকদের জিতে উপহার দিতেই হবে।
যে কোনও মূল্যে এই ম্যাচটা জিততে চাই দলের যা ফর্ম তাতে জিতব আশা রাখি । অনেকদিন পর কেরালাকে হারিয়েছি। এই জয় ডার্বিতে আমাদের আত্মবিশ্বাস দেবে।”
সবুজ মেরুন সমর্থকদের উদ্দেশে রয় জানান, “এবার করোনা মহামারীর জন্য আপনারা মাঠে আসতে পারবেন না। মাঠের উন্মাদনা, উদ্দীপনা মিস করব।
সবার কাছে আমার অনুরোধ বাইরে থেকে আমাদের দলের জন্য প্রার্থনা করুন। সমর্থন করুন। পাশে থাকুন। আপনারাই তো আমাদের দলের দ্বাদশ ব্যক্তি। আশা করছি আপনাদের নিরাশ করবো না । ”
উদ্বোধনী ম্যাচে সবুজ মেরুন জার্সি গায়ে প্রথম গোল স্ত্রী নাজিয়াকে উৎসর্গ করেছেন রয় কৃষ্ণা । বিদেশী রয় কৃষ্ণা বলেন, “গোলটা আমি নাজিয়াকে উৎসর্গ করেছি ।
দীর্ঘ কোয়ারেন্টিনের সময় ও আমাকে উৎসাহ জুগিয়েছে। ফিজি থেকে নিয়মিত আমার সঙ্গে কথা বলেছে।’ ইস্টবেঙ্গল কে নিয়ে তিনি জানান,’ ওদের খেলা এখন ও দেখিনি । নতুন প্রতিপক্ষ, আমরা শুধু নিজেদের নিয়ে ভাবছি ।’
