
ইস্টার্ন টাইমস , কলকাতা: আপাতত ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ সকালে তাঁর যে ইসিজি করা হয়েছিল, সেই রিপোর্ট সন্তোষজনক। সকালে তাঁর অক্সিজেন সাপোর্টও খুলে দেওয়া হয়েছে। এখন অনেকটাই স্বাভাবিক এবং সাবলীল মহারাজ।
আজ সকালে বাড়ি থেকে আনা চিনি ছাড়া চা খেয়েছেন তিনি। ছানা, টোস্ট, কর্নফ্লেক্স দিয়ে সেরেছেন ব্রেকফাস্ট। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সৌরভের কেবিনেই আছেন। তাঁর সঙ্গেও কথা বলছেন সৌরভ।
গতকাল অ্যাঞ্জিওপ্লাস্টির পর থেকেই দ্রুত সুস্থতার পথে বিসিসিআই তিনি। আজ সকালে তাঁর রুটিন চেকআপ করা হয়। হাসপাতাল সূত্রের খবর, শরীরের প্রায় সব প্যারামিটার স্বাভাবিক।
রবিবার সকালেই শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছেই সৌরভকে দেখতে যান তার ঘনিষ্ট রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য । সৌরভের সঙ্গে কথা বলেন তিনি ।
হাসপাতাল থেকে বেরিয়ে অশোক বলেন,’ও ভালো আছে দেখে ভালো লাগল। দুদিন আগেও যা বলেছি আজও তাই বললাম রাজনীতি তোমাকে কিছু দিতে পারবে না ।
তোমার রাজনীতি তে আসার দরকার নেই । ওর তাড়াতাড়ি সুস্থতা কামনা করি ।’
