ইস্টার্ন টাইমস , নয়াদিল্লি : শুক্রবার ভোররাত থেকে ফের জম্মু ও কাশ্মীর সীমান্তে অস্ত্র বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সীমান্তের ওপার থেকে ছুটে এল ঝাঁকে ঝাঁকে গোলাগুলি। তার জেরে প্রাণ হারালেন তিন জওয়ান জওয়ান।
প্রাণ হারিয়েছেন তিন জন সাধারণ মানুষও । জখম এক জওয়ান সহ সাত জন। জম্মু-কাশ্মীরের গুরেজ সেক্টর থেকে উরি সেক্টর পর্যন্ত পাক বাহিনীর গোলাগুলি চলে বলে খবর। পাক বাহিনী মর্টার ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিক্ষেপ করে ।
সেনা সূত্রের খবর, পাল্টা হামলায় বেশ জনা দশেক পাক সেনা ও জঙ্গি নিহত হয়েছে। ভারতীয় বাহিনীর গোলায় পাক বাঙ্কার এবং জ্বালানি ট্যাঙ্ক ধ্বংসের একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে।
সেনার দাবি, শীতের আগে কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দিতেই হামলা চালিয়েছে পাক ফৌজ।
উরির নাম্বালা সেক্টরে পাক গোলাগুলিতে ২ সেনা জওয়ান নিহত হয়েছেন। হাজি পীর সেক্টরে পাক সেনার গুলিতে মারা গিয়েছেন বিএসএফ–এর সাব ইনস্পেক্টর রাকেশ ডোভাল। শহিদ ডোভাল উত্তরাখণ্ডের বাসিন্দা। আর কনস্টেবল বাসু রাজা গুরুতর জখম।।
বারামুলা জেলার উরির কামালকোট সেক্টরে ২ বাসিন্দা নিহত হয়েছেন। উরির হাজি পীর সেক্টরের বালকোট এলাকায় এক মহিলা নিহত হয়েছেন।
পাক হামলায় বেশ কয়েকজন জখম হয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন। উরির বিস্তীর্ণ এলাকা ছাড়াও বান্দিপোরার গুরেজ সেক্টরে ইজমার্গে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের খবর মিলেছে।
কুপওয়ারা জেলার কেরান সেক্টরেও পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়েছে ভারতীয় সেনা। শ্রীনগরে প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, ‘‘কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ফরওয়ার্ড পোস্ট লাগোয়া এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছিল আমাদের বাহিনী।
আমাদের বাহিনীর তৎপরতায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়’’।তিনি আরও জানিয়েছেন, ‘‘পাক বাহিনী মর্টার ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিক্ষেপ করে। পাল্টা যোগ্য জবাব দেওয়া হয়েছে’’।
