
ইস্টার্ন টাইমস , কলকাতা : রাজ্য সফরে এসে আগামী ৯ জানুয়ারি কাটোয়ার মুস্থুলি গ্রামে জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
মঙ্গলবার কাটোয়ার কাছারি রোডে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে নাড্ডার সফরসূচি জানালেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।দলীয় সূত্রে খবর, ৯ জানুয়ারি মুস্থুলি গ্রামে বিজেপির জনসভায় উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারীও।
এদিন সাংসদ সুকান্ত মজুমদার জানান, ‘৯ জানুয়ারি মুস্থুলি কলেজের পাশের জমিতে সভাস্থল ঠিক করা হয়েছে। সভার আগে জেপি নাড্ডা কাটোয়ার গৌরাঙ্গবাড়িতে পুজো দেবেন। সেখান থেকে মুস্থুলি গ্রামে এক কৃষক পরিবারে করবেন মধ্যাহ্নভোজ।’
তবে ৯ জানুয়ারির কর্মসূচি সেরেই ফিরে যাবেন, নাকি ১০ তারিখও বাংলায় থাকবেন জেপি নাড্ডা, তা এখনও নিশ্চিত নয়। কাটোয়ার সভায় জে পি নাড্ডার উপস্থিতিতে বড় কোনও যোগদান পর্ব থাকতে পারে বলে মনে করা হচ্ছে। শাসকদল থেকে অনেকে সভায় যোগ দিতে পারেন বলে দাবি এক বিজেপি নেতার।
ওইদিন জেপি নাড্ডার একটি রোড-শো করার কথাও শোনা যাচ্ছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূম ও বর্ধমান এই দুই জেলায় বিশেষ লক্ষ্য এবার গেরুয়া শিবিরের। নাড্ডার সফরের পরই জানুয়ারি মাসের শেষের দিকে ফের রাজ্য সফরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
