
ইস্টার্ন টাইমস , কলকাতা: তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়ার চলতি পর্বের হিরিকের শুরুটা হয়েছিল শুভেন্দু অধিকারী’কে দিয়ে। পরে একে একে জিতেন্দ্র তিওয়ারি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবার দল ছাড়লেন শীলভদ্র দত্ত। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দলত্যাগ করলেন শীলভদ্র। ছেড়েছেন সরকারি গাড়িও। যদিও, এখনও তিনি বিধায়ক পদে থাকবেন বলেও জানালেন শীলভদ্র দত্ত।
শনিবার মেদিনীপুরে কলেজ মাঠে অমিত শাহের জনসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গেই শীলভদ্রের থাকার সম্ভাবনা।
সূত্রের দাবি, সেদিনই আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। পাশাপাশি, এদিন শীলভদ্রের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে গেরুয়া রং এর উপর লাগানো হয়েছে স্বামী বিবেকানন্দের ছবি।
গত মাসখানেক ধরেই দলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করছিলেন শীলভদ্র। ফিরিয়ে দেন ভোট কুশলী পিকে-র টিমকেও। বেশ কয়েকবার কথা বলেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের সঙ্গে।
শীলভদ্রের মানভঞ্জনে তাঁর বাড়িতে পৌঁছেছিলেন দলের জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। কিন্তু বিধায়কের দেখা পাননি।
গত লোকসভা নির্বাচনের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী, ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে ৩ হাজার ৫১৯ ভোটে এগিয়েছিল বিজেপি। মুকুল রায় তৃণমূলে থাকাকালীন তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন শীলভদ্র দত্ত। শেষ অবধি তিনি দলবদল করলে বিধানসভা ভোটের আগে তৃণমূলের কাছে অস্বস্তির হতে পারে বলেই মত রাজনৈতিক মহলের।
