ইস্টার্ন টাইমস ,কলকাতা: করোনা পরিস্থিতির মধ্যে বায়ু দূষণ আরও প্রাণঘাতী হতে পারে। আর সেই কারণেই দেওয়ালিতে এবার আতশবাজি না ফাটানোর আবেদন জানালেন চিকিৎসকদের যৌথ মঞ্চ।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কাছে চিকিৎসদের আবেদন, বস্তি এলাকা, বাড়ি, আবাসন গুলিতে আতশবাজি ফাটানো থেকে যাতে বিরত থাকে সে বিষয়ে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ প্রশাসনের সহযোগিতায় গ্রামগঞ্জে প্রত্যেক এলাকার মানুষকে বুঝিয়ে চেষ্টা করতে হবে পরিবেশকে দূষণমুক্ত রাখতে।
করোনা আক্রান্তদের পাশাপাশি যাঁরা করোনা থেকে সেরে উঠেছেন, তাঁদের ক্ষেত্রেও দূষিত ধোঁয়া বিপজ্জনক। যৌথ মঞ্চের পক্ষে ডাঃ দুলাল মজুমদার জানিয়েছেন, ‘কোভিড থেকে মুক্ত হওয়া রোগীদের অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে। মূলত ফুসফুসের ক্ষতি হচ্ছে। রাসায়নিক মিশ্রিত দূষিত ধোঁয়া করোনা আক্রান্ত অথবা আক্রান্ত নন উভয়ের ক্ষেত্রেই বিপদজনক।
তাই সাধারণ মানুষ ও প্রশাসনের কাছে আমাদের আবেদন, এ বছর বাজি ফাটানো বন্ধ হোক।’
চিকিৎসক মহলের তরফে আবেদন করা হয়েছে এ বছর পরিস্থিতির কথা ভেবে সচেতন হতে। নইলে আরও ভয়ঙ্কর বিপদের মুখে আমাদের পড়তে হবে। এমনকি চিকিৎসকদের সংগঠন গুলির পক্ষ থেকে কালীপুজো উপলক্ষে বিভিন্ন ক্লাব এবং বহুতল আবাসনগুলিতেও চিঠি দিয়ে আবেদন করা হবে যাতে এবছর বাজি ফাটানো থেকে বিরত থাকেন সাধারন মানুষ।
চিকিৎসকদের দাবি, আতশবাজির ধোঁয়ার মধ্যে থাকা সিসা, ক্যাডমিয়াম, নাইট্রোজেনডাই অক্সাইড, কোবাল্ট প্রভৃতি রাসায়নিক মিশ্রিত কণা শরীরে ঢুকলে সুস্থ মানুষের শ্বাসনালিরও চরম ক্ষতি করে।
