ইস্টার্ন টাইমস ,নয়াদিল্লি: ক্রমাগত ভালো খেলেও ভারতীয় দলে সুযোগ হয় নি মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের ।
প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকার এই বিষয়ে বি সি সি আই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইলেন।তিনি বলেছেন, “সূর্যকুমার এই মুহূর্তে দেশের অন্যতম প্রতিশ্রুতিমান ক্রিকেটার।অস্ট্রেলিয়া সফরে ওর জায়গা হয়নি দেখে আশ্চর্য হয়ে গিয়েছি। প্রতিভা যদি বিবেচ্য হয়, সূর্যকুমার বর্তমানে জাতীয় দলে সেরাদের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে।
ধারাবাহিকভাবে ও রান করে চলেছে। জানি না, দলে স্থান পাওয়ার জন্য ওকে আর কী কী করতে হবে ! আমার মতে সৌরভ যেহেতু ক্রিকেটের টপ লেভেলে খেলেছে ও বিষয়টা জানে কি উদেশ্য নিয়ে ওকে দলে নেওয়া হয় নি, সেটা সৌরভ তদন্ত করুক।”
বেঙ্গসরকার সৌরভকে উদ্দেশ্য করে বলেছেন , “একজন ব্যাটসম্যান ২৬ থেকে ৩৪ বছরের মধ্যে সেরা ফর্মে থাকে। এই মুহূর্তে সূর্য (৩০ বছর) ফর্মের তুঙ্গে রয়েছে।
যদি ফর্ম এবং ফিটনেস বিবেচ্য না হয়, তাহলে যোগ্যতামান কী? কেউ কি আমাকে বলতে পারবে? রোহিত হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে যাওয়ায় সূর্যকুমারকে রাখা উচিত ছিল মিডল অর্ডারকে শক্তপোক্ত করার জন্য।
বোর্ড সভাপতি সৌরভকে দেখতে হবে সূর্যকুমারকে বাদ দেওয়ার পিছনে মোটিভ কী!” বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরুর ম্যাচ শেষে কৃষ্ণমাচারী শ্রীকান্তও বলেন, “জানি না জাতীয় দলে খেলার জন্য ওকে আর কী কী করতে হবে। আশা করি শীঘ্রই জাতীয় দলে ওকে এমন পারফরম্যান্স করতে দেখতে পাব।
