ইস্টার্ন টাইমস ,কলকাতা: আই লিগে জয়ের জন্য মোহনবাগান কে শুভেচ্ছা জানালেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
মোদী টুইট করে লেখেন,’‘‘আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহনবাগান খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, সভ্য–সমর্থকদের অসংখ্য অভিনন্দন। এটা খুবই আনন্দের দিন।’’মমতা বন্দোপাধ্যায় লেখেন,’অনেক অভিনন্দন. একটা গর্বের মুহূর্ত সবুজ -মেরুনের কাছে. আগামী আই এস এলের জন্য অভিনন্দন’।
যদিও রাজনৈতিক মহলের বক্তব্য আগামী বছর বিধানসভা নির্বাচন কে পাখি চোখ করে এগোচ্ছে দুই শিবির. সেখানে যাতে এতটা ফাঁক না থাকে তাই দুইপ্রধানের সমর্থক দের নিজেদের কাছে চান দুই দলের সেনাপতি।
