ইস্টার্ন টাইমস , শিলচর, ১০ নভেম্বরঃ অসম- মিজোরাম সীমান্তে আপাতত ‘শান্তি কল্যাণ’ বিরাজ করলেও সমস্যার সমাধান হয়নি। রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা দুই রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বিবাদ নিস্পত্তির চেষ্টায় বৈঠক করেন।বৈঠকে সীমান্ত থেকে মিজো পুলিশ প্রত্যাহারের আশ্বাস দেন মিজোরাম মুখ্য সচিব।
সিদ্ধান্ত হয়,এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। তবে মিজোরাম সরকার স্পষ্ট জানিয়ে দেয় এলাকা থেকে সম্পূর্ণ পুলিশ সরানো হবে না।
সেইসঙ্গে মিজোরামের মুখ্যসচিব লালনানমাইওয়া চুয়াংগো সংবাদমাধ্যমে জানিয়েছেন যেসব অংশে মিজো পুলিশ বাহিনী রয়েছে তার থেকে অনেক বেশি জমি মিজোরামের প্রাপ্য। দখল করা জমি কিছুতেই ছাড়বেনা মিজোরাম। সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষায় নির্ধারিত সীমান্ত শুধু কাগজপত্রেই।
বাস্তবিক অর্থে এর কোন রূপায়ন নেই। উল্লেখ্য অসম- মিজোরাম সীমান্ত বিবাদে অসমের এক ব্যক্তি নিহত হয়েছেন, অসমের দুটি বিদ্যালয় উড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা।
অসমের কাছাড় জেলার জেলাশাসক ও পুলিশ সুপার সীমান্ত পরিদর্শনে গেলে পুলিশের সঙ্গে প্রকাশ্যে সাধারণ মানুষ আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করেছে। পরিস্থিতির ভয়াবহতায় অসমের রাজধানী দিসপুর থেকে ছুটে আসতে হয়েছে মুখ্যসচিব জিষ্ণু বড়ুয়া, ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত সহ অন্যান্য বড়কর্তাদের।
সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন। ফলে কোন ধরনের যানবাহন দুই রাজ্যের মধ্যে চলাচল করতে পারছে না। তাদের দাবি মিজোরা অসমের জমি ছেড়ে দিলেই তারা অবরোধ প্রত্যাহার করে নেবেন।
এদিকে জাতীয় সড়ক অবরোধের ফলে অত্যাবশকীয় পণ্য পৌঁছতে পারছে না মিজোরামে।শুধু সড়ক অবরোধ নয়, মোহাম্মদপুরেও রেল অবরোধ করে পণ্যবাহী ট্রেন আটকে দেওয়া হয়েছে। এরফলে মিজোরামে খাদ্য ও জ্বালানি সংকটের আশঙ্কা রয়েছে।
