
ইস্টার্ন টাইমস , কলকাতা : ‘ভাইপোকে মুখ্যমন্ত্রী করা ছাড়া আর কোনও লক্ষ্য নেই দিদির। তৃণমূল সরকারের একমাত্র লক্ষ্য ভাইপোর কল্যাণ।’ রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির সভায় এভাবেই মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করলেন অমিত শাহ । ভার্চুয়াল ভাষণে তিনি বললেন, ‘বিজেপিতে যাঁরা যোগ দিলেন, তাঁদের স্বাগত জানাই। মা-মাটি-মানুষের স্লোগান এখন অদৃশ্য হয়ে গেছে।
তার জায়গায় দুর্নীতির স্লোগান উঠেছে। বাংলার গরিবরা মমতা দিদির কী ক্ষতি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে মানুষ পরিবর্তন করেছিলেন, কিন্তু কী হল এই দশ বছরে’, প্রশ্ন তোলেন অমিত শাহ।
তিনি বললেন, ‘দিদি শুধু কৃষকদের নাম দিয়েছেন, কোনও তথ্য দেননি। ফের একবার বাংলার কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন তিনি।
অ্যাকাউন্টের তথ্য না দিলে টাকা যাবে কী করে? বাংলার মাটিকে অনুপ্রবেশকারীদের জন্য খুলে দিয়েছেন তিনি। ’ অমিত শাহ। বললেন, ‘শুধু মোদি এনেছেন বলে আয়ুষ্মান ভারত কার্যকর করলেন না। ক্ষমতায় এসে প্রথমেই আয়ুষ্মান ভারত চালু করা হবে।’
পাশাপাশি অমিত শাহ কটাক্ষ করে বলেন, ‘ভোট আসতে আসতে মমতা বন্দ্যোপাধ্যায় একা হয়ে যাবেন। তাঁর সঙ্গে দাঁড়াবার কেউ থাকবে না।মোদিজির নেতৃত্বে বাংলায় পরিবর্তন নিশ্চিত। বিজেপি সরকার বাংলাকে সুরক্ষিত করবে। কৃষকদের আয় যাতে দ্বিগুণ হয়, বিজেপি সেটা দেখবে। সোনার বাংলা গড়ার লক্ষ্য পূরণ করব। পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে আমরা তৃণমূল সরকারকে উপড়ে ফেলে দেব।’
