ইস্টার্ন টাইমস , কলকাতা: অতিমারীর আবহে দুর্গাপুজোর মত কালীপুজো এবং দীপাবলি উৎসব সংযতভাবে পালন করতে রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে।
এবার দীপাবলিতে বাজি না পোড়ানোর জন্যও রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার নবান্নে এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যে কালীপুজোর গাইডলাইন ঘোষণা করেন। তিনি বলেন পুজো উদ্যোক্তাদের এবার দুর্গা পুজোর মত কোভিড বিধি মেনে কালি পুজোর আয়োজন করতে হবে।
খোলামেলা মন্ডপ সহ যাবতীয় সুরক্ষা বিধি বজায় রাখতে হবে। বিসর্জনের শোভাযাত্রাও বন্ধ রাখতে বলা হয়েছে।
প্রতিমা নিরঞ্জনের দিনক্ষণ ও পদ্ধতি নিয়ে পুলিশ পুজো কমিটি র সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করবে।
অন্যদিকে ,রাজ্য সরকার দীপাবলিতে বাজি না পোড়ানোর আবেদন জানালেও , আতশবাজি বন্ধ করতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলাকে তীব্র কটাক্ষ করলেন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমেতির চেয়ারম্যান বাবলা রায়।
মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, আতশবাজি বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আতশবাজি সঙ্গে ৩১ লক্ষ মানুষ জড়িত রয়েছে।তিনি জানিয়েছেন , কলকাতা হাইকোর্টে নির্দেশ দেখে সমিতি আগামী কর্মসূচি ঘোষণা করবে।
