ইস্টার্ন টাইমস , নয়াদিল্লি: কিছুদিন ধরেই দলের বিরুদ্ধে তোপ দাগছিলেন। শুক্রবার তৃণমূল কংগ্রেস ছাড়লেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। দিল্লিতে এদিন বিজেপির সদর দপ্তরে কৈলাস বিজয়বর্গীয়-এর উপস্থিতিতে যোগ দিলেন বিজেপিতে ।
প্রায় মাস দেড়েক আগে থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর। জল্পনা বাড়তে থাকে যখন মিহির গোস্বামীর বাড়িতে বিজয়া করতে যান কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক তখন থেকে। প্রকাশ্যে বারবার দলের নেতা-মন্ত্রী এমনকী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন মিহির গোস্বামী।
দলের তরফে প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরবর্তীতে একাধিক নেতা কথা বলার চেষ্টা করেন মিহিরবাবুর সঙ্গে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দলের প্রতি অভিমান ব্যক্ত করে ফেসবুক পোস্ট করেন বিধায়ক।
সেখানেই লেখেন, ‘আজ এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার যাবতীয় সম্পর্ক ছিন্ন করতে চাই। আমি আশা করছি, আমার দীর্ঘদিনের সাথী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা আমাকে মার্জ্জনা করবেন।’
শুক্রবার সকালে বিমানবন্দরে একটি ছবিতে নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা যায় তৃণমূলের এই বিধায়ককে। গুঞ্জন শুরু হয়, সাংসদের সঙ্গে দিল্লি গিয়েছেন বিধায়ক।
দিল্লিতে পৌঁছেই বিজেপির পতাকা হাতে তুলে নিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক। উল্লেখ্য, এদিন বিজেপিতে যোগ দেবার আগে তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন মিহিরবাবু।
