ইস্টার্ন টাইমস ,কলকাতা:করোনা আবহে জনমানবহীন শিয়ালদহ স্টেশন ও সংলগ্ন চত্বর সেজে উঠেছে নতুন করে। করোনা যেন নতুন ছন্দে-গন্ধে ফিরিয়ে দেবে সেই পুরোনো কিন্তু নতুন শিয়ালদহ স্টেশন। ইতিমধ্যে সেজেছে স্টেশনের অন্দর, হয়েছে লাউঞ্জ আর শপিং মলও। কিন্তু শুধু স্টেশন সাজলেই তো হবে না ,এবার সঙ্গে চমক লোকাল ট্রেনেও।
রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে মুম্বাই লোকাল ট্রেনের রেকের আদলে তৈরি রেক এবার এখানেও ছুটবে। আর এই নতুন ট্রেনগুলি হবে ১২ কোচের। ইতিমধ্যে শিয়ালদহ ডিভিশনের বারাসত কারশেডে এই রেকের ট্রায়াল চলছে।
রেল কতৃপক্ষ জানিয়েছেন , ভিড়ে কমিয়ে করোনা সংক্রমণ ঠেকাতেই এই নয়া উদ্যোগ।উল্লেখ্য, রেলের এই প্রোজেক্টের দায়িত্বে আছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ও জার্মানির বম্বার্ডিয়ার সংস্থা। সম্পূর্ণ নতুন ধাঁচের এই লোকাল ট্রেনের রেকের ছাদে থাকবে, মেট্রো রেলের মতো রুফ মাউন্টেড এয়ার প্যানেল। এই রেকগুলি পুরনো রেকের তুলনায় বেশ হালকা হওয়াতে গতি বাড়বে। এদের গতি সর্বাধিক ১১০ কিমির স্কেল ছুঁতে পারবে সহজেই। সেই সাথে ট্রেনে থাকছে জিপিএস নিয়ন্ত্রিত ব্যাবস্থা ও মহিলা কামরায় থাকছে সিসি ক্যামেরার সুবিধা।
বিশেষজ্ঞদের মতে, এই ট্রেনের প্রতি কামরায় প্রায় ১৬ হাজার ঘনমিটার মুক্ত বাতাস ঢুকতে পারবে ও তা কামরার ভেতরে খেলতেও পারবে। এছাড়াও দুটি যাত্রী বসার আসনের দুরত্ব থাকছে অনেকটা বেশি। ফলে সোশ্যাল দূরত্ব বজায় রাখতে সুবিধাই হবে।
নতুন ট্রেন সাধারণের জন্যে শুরুর আগে রেলে স্টাফদের নিয়ে একবার যাত্রা করবে । সমস্ত বিষয় ঠিক থাকলে তবেই সাধারণ পরিষেবার জন্য গ্রিন সিগন্যাল পাবে নতুন রেক।
রেল আধিকারিকদের দাবি এই রেক এ সমস্ত দূরত্ববিধি মেনেই যাত্রীরা চলাচল করতে পারবে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিত SOP অনুসরণ করেই চালু হবে এই লোকাল ট্রেন পরিষেবা। তবে দৈনিক ৩০ লক্ষ মানুষকে সুশিক্ষিত রেখে তা কতটা বাস্তবায়িত করা সম্ভবপর হবে, এখন অপেক্ষা শুধু তা দেখার।
