
ইস্টার্নটাইমস,কলকাতা: করোনা সংক্রমন কেড়ে নিল ক্রীড়া জগতের এক উজ্জ্বল ব্যক্তিত্বকে । প্রয়াত হলেন বর্ষীয়ান ক্রীড়াসাংবাদিক ও ধারা ভাষ্যকার কিশোর ভিমানি। বয়স হয়েছিল ৮১ বছর।
কয়েকদিন ধরে করোনা ও বয়স জনিত সমস্যা নিয়ে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ক্রিকেট ছাড়াও যে কোনও রকম খেলাধুলোর প্রতি অসাধারণ জ্ঞান ছিল তার । ইংরেজি দৈনিক ‘দ্য স্টেসম্যান’ পত্রিকার সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন।
ক্রীড়া সাংবাদিকতা ছাড়াও , ঔপন্যাসিক হিসেবেও কিশোর ভিমানি পাঠকদের মন কেড়েছেন। সুনীল গাভাসকার, রবি শাস্ত্রীর মত ব্যক্তি তার পরামর্শ নিতেন ক্রিকেট মাঠে।
