মেষ: অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে। খুব নিকট কারও কাছ থেকে আঘাত পেতে পারেন। পরিবারে সকলের কাছে সম্মান প্রাপ্তি। আজ গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি আসতে পারে।দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি। আজ আপনার কোনও আশা পূরণ হতে পারে।ব্যবসায় আয়ের পরিমাণ বাড়বে। বাড়তি কোনও খরচের জন্য চিন্তা বাড়তে পারে।
বৃষ:সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ থাকবে।প্রেমে বাধা থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে।গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে।ব্যবসায় কারও খারাপ ব্যবহার আসতে পারে। সম্পত্তি নিয়ে অশান্তি আসতে পারে। সন্তানকে নিয়ে অশান্তির আশঙ্কা। বাড়িতে অশান্তির জন্য আজ মন ভাল থাকবে না।আপনার বিরোধিতা করবেন অনেকেই। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই।
মিথুন:কর্মস্থানের পরিবর্তন হতে পারে। বাড়তি খরচের যোগ রয়েছে। নীতির দিক দিয়ে কোনও কাজ নিয়ে বিবাদ হতে পারে। বিকালের দিকে অবস্থার শুভ পরিবর্তন।বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার।মানসিক যন্ত্রণার জন্য ঘুমের ব্যঘাত হতে পারে।স্বাস্থ্য ভাল যাবে না। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন।কর্মের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে।
কর্কট:পুরনো দিনের কোনও আশা ভঙ্গ হতে পারে। সন্তানের কোনও ভাল জিনিস আপনাকে অবাক করবে।বিনিয়োগ সংক্রান্ত কোনও ব্যবসার ফল ভাল পাওয়া যাবে। ব্যয় কম হবে।উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে।ঠাণ্ডা লাগার জন্য মাথার যন্ত্রণা বাড়তে পারে। বিদ্যার্থীদের আজ পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে। ব্যাঙ্কের কোনও ঋণ মঞ্জুর হতে পারে। প্রেমে আঘাত আসতে পারে। সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে।
সিংহ: সামাজিক ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। নিজের ইচ্ছায় কিছু করবার জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি।তবে পুরনো পাওনা আদায় হতে পারে। মানসিক দিক দিয়ে কষ্ট পাবেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। অর্থের চাপ বাড়তে পারে। বন্ধুদের কথায় আপনার ক্ষতি হতে পারে। রাস্তায় যানবাহনে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা।
কন্যা: উচ্চপদস্থ ব্যক্তি সঙ্গে দেখা হওয়ায় উপকার।যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। মনে উচ্চ আশা থাকলে আজ সেটা সফল হতে পারে।ব্যবসায় মধ্যম ফল পাবেন। মহাজনের সঙ্গে বেশি তর্ক বিপদ বাড়াতে পারে। আজ সারাদিন ব্যয়ের পরিমাণ নিয়ে চিন্তা।পুরনো কোনও শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।
তুলা: ভাল কাজ করেও বদনাম আসতে পারে। একটু অপেক্ষা করুন, ভাল সময় পাবেন আজ। অনেক খরচ হতে পারে। শরীরের কোনও সমসা হতে পারে। নতুন কোনও কাজের জন্য চেষ্টা বৃদ্ধি।চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি। আগুন থেকে সাবধান।ব্যবসার দিকে ব্যকুলতা বাড়তে পারে। চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। দাম্পত্য কলহের সম্ভাবনা। সারা দিন কাজ কর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।
বৃশ্চিক: আগুন থেকে একটু সাবধান থাকুন।সময়টা খারাপ যাচ্ছে কিছুদিন, তবে সময়ের পরিবর্তন হবে এবার। শুধু বর্তমান পরিস্থিতিটি মেনে নিতে হবে। প্রিয়জনের কাছ থেকে যথেষ্ট স্নেহ পেতে পারেন। দাঁতের যন্ত্রণার জন্য কাজে মন বসবে না। সংসারে বা ব্যবসায় আজ আপনি বিশেষ কোনও পরিবর্তন দেখতে পাবেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। দাম্পত্য কলহের দরুণ কোনও কাজে বাধার সম্ভাবনা।আজ বিকালের দিকে দামি কোনও উপহার পেতে পারেন।
ধনু: স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। স্বজনবর্গের সঙ্গে মনোমালিন্য মিটে যেতে পারে। শত্রুর সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন। স্ত্রীর কোনও বুদ্ধিতে আজ আপনি লাভবান হতে পারেন। প্রেমে তৃতীয় কারও জন্য অশান্তি।পুরনো কোনও ব্যথা নতুন করে শুরু হতে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর পদন্নোতির খবর আসতে পারে।তবে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক যন্ত্রণা। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। ব্যবসার দিকে ভাল সুযোগ আসতে পারে। শত্রুর জন্য ভয় বাড়তে পারে।
মকর: কোনও বিপদের থেকে একটু সাবধান থাকুন। আজ বন্ধুদের কারণে প্রচুর অর্থ অপচয় হতে পারে। পথে সাবধানতা অবলম্বন করুন, দুর্ঘটনার সম্ভাবনা আছে।আপনার উন্মুক্ত স্বভাবের জন্য ঘনিষ্ঠ মহলে আপনার স্থান আরও ভাল হবে। আপনার গুরুত্ব বাড়বে। এরমধ্যে কোনও বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন। সমাজের কাজে বেশি না যাওয়াই শ্রেয়, মানহানির আশঙ্কা আছে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে।
কুম্ভ : আজ আপনার ব্যবহার রূঢ় হতে পারে। ব্যবসায় কর্মচারীর চক্রান্তে অর্থ ক্ষতি।সন্তানের কোনও কাজে মনে শান্তি। কোনও কারণে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। রক্তের কোনও রোগে ভুগতে পারেন।পেটের কোনও সমস্যাও বাড়তে পারে।নিজের কলাকৌশলে ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। নতুন গৃহ নির্মাণে বাধা আসতে পারে। রাস্তা ঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা। পাওনা আদায় হতে পারে। বন্ধুর জন্য কোনও কারণে রাগ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে। কোনও আশা পূরণের জন্য আনন্দ।
মীন: অর্থ উপার্জন হওয়ার সম্ভবনা রয়েছে। আপনার কুমন্তব্যে সংসারে অশান্তির যোগ।অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে।স্ত্রীর কারণে মনোকষ্ট বাড়তে পারে। জটিল কোনও সমস্যা আজ আপনাকে ভোগাতে পারে। জমিজমা কেনা বেচার পরিকল্পনা। বায়ু পথে ভ্রমণের সুযোগ আসতে পারে। আজ বিশেষ কোনও কর্মের সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষার জন্য বিশেষ কোনও সুযোগ আসতে পারে।
