ইস্টার্ন টাইমস ,কলকাতা: লক্ষ্য মতুয়া ভোট।৬ নভেম্বর রাজারহাটে মতুয়া সম্প্রদায়ের একটি পরিবারের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারবেন অমিত শাহ।
দলীয় সূত্রে খবর, রাজারহাটে উদ্বাস্তুু নবীন বিশ্বাসের বাড়িতে ভোজ সারবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।সেখানে তাঁর সঙ্গে যাবেন রাজ্য বিজেপির নেতারা ।এছাড়াও , দলীয় সূত্রে খবর, ৫ নভেম্বর বাঁকুড়াতে এক আদিবাসী পরিবারেও মধ্যাহ্ন ভোজ সারবেন অমিত শাহ।
প্রসঙ্গত, বিগত লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসে দলিত সম্প্রদায়ের মানুষের বাড়িতে ভোজ সেরেছিলেন তৎকালীন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। উত্তরবঙ্গের শিলিগুড়িতে মাহালী দম্পতির বাড়িতে কলাপাতায় দুপুরে খাওয়া-দাওয়া করেছিলেন তিনি।
তা নিয়ে অবশ্য রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছিল। অমিত শাহ বঙ্গ সফর শেষ করে দিল্লিতে ফিরতেই মাহালী দম্পতি সপরিবারে তৃণমূলে যোগদান করেছিলেন। রাজ্য বিজেপি অবশ্য অভিযোগ করেছিল মাহালী দম্পতিকে চাপ দিয়ে তৃণমূলে নিয়ে আসে রাজ্যের শাসক দল। কলকাতায় অমিত শাহ দক্ষিণ কলকাতার এক দলিত পরিবারে ভোজ সেরেছিলেন।
২০২১এর কথা মাথায় রেখে ফের বঙ্গে ভোজ রাজনীতি ফেরাচ্ছেন অমিত শাহ।
রাজারহাটের নবীন বিশ্বাস নিজে একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ। নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় মতুয়া সম্প্রদায়ের ভোট জয় পরাজয়ে বড় ফ্যাক্টর। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের মানুষের একটা বড় অংশের ভোট বিজেপি পেয়েছিল।
সিএএ ইস্যু নিয়ে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন মতুয়া সংঘের নেতারা। বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর সিএএ ইস্যুতে নিজের দলের বিরুদ্ধেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। মতুয়া সংঘের মানুষের বিশ্বাস ফিরে পেতেই নবীন বিশ্বাসের বাড়িতে যাবেন শাহ।
