
হলদিবাড়ি-চিলাহাটি রেল পথের উদ্বোধন
ইস্টার্ন টাইমস বিশেষ সংবাদদাতা , ঢাকা, ১৭ ডিসেম্বর: ভারত-বাংলাদেশের মধ্যে জ্বালানি, সামাজিক উন্নয়ন, কৃষিসহ সাতটি বিষয়ে চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট দপ্তরগুলোর আধিকারিকরা এবং ভারতের পক্ষে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এসব নথিতে স্বাক্ষর করেন।
পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল সম্মেলনে এসব নথি স্বক্ষরিত হওয়ার বিষয়টি জানানো হয়। এদিন বেলা সাড়ে ১১টায় দুই প্রধানমন্ত্রী নয়াদিল্লি ও ঢাকা থেকে এতে অংশ নেন।
সম্মেলন চলাকালে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৬৫ সালের আগের পুরোনো চিলাহাটি-হলদিবাড়ী রেল সংযোগ পুনরায় উদ্বোধন করা হয়।
ভার্চ্যুয়াল সম্মেলনের পরে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. একে আবদুল মোমেন দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলন করবেন।
প্রসঙ্গত, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এ সম্মেলনটিকে বাংলাদেশ দেখছে দুই দেশের মধ্যকার অভিন্ন ইতিহাসের প্রতি যৌথ অঙ্গিকারের নিদর্শন হিসেবে।
দুই দেশের মধ্যে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, তার মধ্যে রয়েছে- বাণিজ্য মন্ত্রকের সঙ্গে সিইও ফোরাম, কৃষি মন্ত্রকের সঙ্গে সহযোগিতা, জ্বালানি মন্ত্রকের সঙ্গে হাইড্রোকার্বন বিষয়ে সহযোগিতা, পরিবেশ মন্ত্রকের সঙ্গে হাতি সংরক্ষণ বিষয়ে সহযোগিতা, বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘর ও ভারতের জাতীয় জাদুঘরের মধ্যে সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে কমিউনিটি ডেভেলপমেন্ট ও বরিশালের স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সংক্রান্ত সহযোগিতা চুক্তি।
