
ইস্টার্ন টাইমস , কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে৷ তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে৷ এমনকি স্ত্রী মীরা ভট্টাচার্য এবং মেয়ে সুচেতনার সঙ্গেও কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷
চিকিৎসকদের মতে, গত চব্বিশ ঘণ্টায় বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার আশাতীত উন্নতি হয়েছে৷ তাঁর রক্তচাপ, হৃদস্পন্দন, রক্তে অক্সিজেনের মাত্রা সবই স্বাভাবিক রয়েছে৷ তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক ভাবে কাজ করছে এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা৷
আপাতত নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে৷ চিকিৎসকদের স্বস্তি দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও নিয়ন্ত্রণে এসেছে৷
তবে তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কিছুটা কম৷ পাশাপাশি, পুরোন নিউমোনিয়ার সমস্যা থাকায় সংক্রমণ কমাতে দেওয়া হচ্ছে অ্যান্টি বায়োটিক এবং স্টেরয়েড৷ চিকিৎসকরা জানিয়েছেন, আগের তুলনায় অনেকটা ভাল থাকলেও এখনও সংকটমুক্ত নন বুদ্ধদেব ভট্টাচার্য।
