অঞ্জন চট্টোপাধ্যায় , ইস্টার্ন টাইমস ,কলকাতা: এখনও আই লিগ শুরু হতে বাকি দুই মাস তার অনেক আগেই লিগের লক্ষ্যে সবার আগে কলকাতায় এসে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি।
২০২০-২১ মরসুমের আই লিগ শুরু হচ্ছে আগামী বছরের শুরুতে ৯ জানুয়ারি থেকে। তার ঠিক দু’মাস আগে সোমবার ৯ নভেম্বর থেকে কলকাতায় বিধাননগর পুরসভার মাঠে অনুশীলন শুরু করে দিলেন চেঞ্চ, সঞ্জু প্রধানরা।
এবার পাঞ্জাব এফসি দলে সই করেছেন গত মরসুমে মোহনবাগানের আই লিগ জয়ী দলের তারকা স্প্যানিশ মিডফিল্ডার জোসেবা বেইতিয়া।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রাক্তন ব্রিটিশ ডিফেন্ডার কার্টিস ফ্লেমিংয়ের তত্ত্বাবধানে শুরু হয়েছে আই লিগ জয়ের লক্ষ্যে পঞ্জাবের প্রস্তুতি। অন্যদিকে, আসন্ন আই লিগে পঞ্জাবের প্রধান প্রতিপক্ষ কলকাতার মহমেডান স্পোর্টিং এবার কোয়ালিফায়ার জিতে মূলপর্বে উঠেছে। শক্তিশালী দল কলকাতার অন্যতম এই প্রধানের।
পাঞ্জাব নেমে পড়েছে মাঠে। দেরি করতে চাইছে না সাদা কালো ব্রিগেড। আগামী ১৭ বা ১৮ নভেম্বর থেকে অনুশীলনে নেমে পড়তে চাইছে সাদা-কালো ব্রিগেড।
দলের নতুন স্প্যানিশ কোচ হোসে হেভিয়া কলকাতায় আসার ভিসা হাতে পেয়ে গিয়েছেন। আগামী সপ্তাহে মহমেডান কোচ শহরে চলে আসবেন। জামাল ভুঁইয়ার সঙ্গে বাকি তিন বিদেশি মহম্মদ ফাতাউ, রাফায়েল, ফিলিপ আদজাকে অনুশীলনের শুরু দিক থেকেই মাঠে নামিয়ে দিতে চাইছেন ক্লাবকর্তারা।
প্রথমে ঠিক ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ডিসেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় আসবেন। কিন্তু ড্যানিশ বংশোদ্ভূত পদ্মাপাড়ের জামাল ব্ল্যাক প্যান্থারদের হয়ে আই লিগে খেলতে কলকাতায় চলে আসছেন আগেই।
