মেষ: জলপথে বিপদ।কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। নতুন কোনও বন্ধুর জন্য আনন্দ। স্ত্রীর কোনও কাজের জন্য মানসিক শান্তি মিলতে পারে। আর্থিক চাপ থাকবে। তবে অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে।
বৃষ:লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন। কাজের জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা পণ্ড হতেও পারে।ব্যবসায় ভাল কিছু আশা করবেন না। অফিসে উন্নতির যোগাযোগ হবে। শরীরে ব্যথা বাড়তে পারে। প্রেমের জন্য বিরহ আসতে পারে।
মিথুন: বাতের ব্যথার জন্য কাজে দেরি হবে। বাড়িতে কোনও অশান্তির জন্য মানসিক কষ্ট। ব্যবসায় শান্তি পেতে পারেন। বিয়ের যোগাযোগ আসতে পারে। আজ একটু সাবধানে থাকুন, দুপুরের পরে বিপদের আশঙ্কা আছে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক কোনও সুবিধা পেতে পারেন।
কর্কট: বাড়তি কোনও খরচের জন্য ধার নিতে হতে পারে। পরিবারের কারোর সঙ্গেই ব্যক্তিত্বের সংঘাত হতে পারে। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে।
সিংহ: দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়। আয়ের পরিমাণ কম হলেও ঋণগ্রস্ত হয়ে পড়তে হবে না।ক্ষুদ্র ব্যবসায় কিছু উন্নতির সম্ভাবনা। সংসারে একটু শান্তি দেখতে পাবেন। অফিসে জটিলতা নিয়ে চিন্তা। আত্মীয়ের সঙ্গে কোনও ছোট বিষয় তর্ক বাধতে পারে।
কন্যা: জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা থাকবে না। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে। তবে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে।
তুলা: মনের মতো কারও সঙ্গে থাকার জন্য আনন্দ পাবেন। কোনও মিথ্যা অপবাদ জোটার আশঙ্কা রয়েছে। প্রেমে আনন্দ পাবেন। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। কোনও আত্মীয়ের শোকের খবর পেয়ে কষ্ট পাবেন। ব্যবসা মধ্যম প্রকার যাবে। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। পায়ের কোনও সমস্যা বাড়তে পারে।
বৃশ্চিক: অনেক দিনের কোনও আশা পূর্ণ হতে চলেছে। সকাল থেকে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। কোনও বাজে কথা বলার জন্য অনুশোচনা। আজ কোনও জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা। কোনও মহিলার দ্বারা ক্ষতির আশঙ্কা। বাড়তি কোনও খরচের জন্য চাপ থাকবে।
ধনু:কেউ আপনার থেকে আর্থিক সুবিধে নিতে পারবে না। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে। বিকেলের পরে কোনও কারণে অর্থ আসতে পারে। সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণ ভাব আসবে। বাড়িতে কোনও শুভ সংবাদ আসার সম্ভাবনা।
মকর: সংসারে তৃতীয় ব্যক্তিকে নিয়ে বিবাদের আশঙ্কা। ব্যবসায় অতিরিক্ত খরচ নিয়ে চিন্তা। কৃষিকাজে সাফল্য আসতে পারে। মাথার যন্ত্রণা ফেলে রাখা ঠিক হবে না। পড়াশোনায় অসুবিধার সম্মুখীন হতে হবে। সন্ধ্যার পরে ব্যবসায় আয় বাড়বে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি থেকে সাবধান।
কুম্ভ: সার্বিক বিচারে সময়টা ভালমন্দে মিশিয়ে কাটলেও আর্থিক ব্যাপারে অতিশয় শুভ সন্দেহ নেই। দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন । প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে।
মীন: পরিবারের সদস্য হোক বা পরিচিত বন্ধু বান্ধব, আপনার সব সামাজিক যোগাযোগের জায়গাগুলো এক্সপ্লোর করুন আজ থেকেই। মানুষের সঙ্গে কথা বলুন। ব্যবসায় কোনও সমস্যার সামনে পড়তে হতে পারে। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট হবে। বাড়িতে কারও থেকে দুঃখ পেতে পারেন। সন্ধ্যার দিকে কোনও ভাল কাজে সাফল্য পাবেন। সন্ধ্যার পর ব্যবসায় উন্নতি।
